উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে শক্তিশালী এক বিস্ফোরণে একজন নিহত ও ১৬২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার তাসখন্দ বিমানবন্দরের কাছে একটি গুদামে বিস্ফোরণটি হওয়ার পর আগুন ধরে যায় এবং নিকটবর্তী অ্যাপার্টমেন্ট ব্লকগুলোর জানালা, কপাট উড়ে যায় বলে জানিয়েছে উজবেকিস্তানের কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পড়ন্ত একটি জানালার কাঠামোর আঘাতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের জখমের চিকিৎসা করা হয়েছে।
বিমানবন্দর প্রশাসন জানিয়েছে, রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরটিতে বিমান ওঠানামায় কোনো বিঘ্ন ঘটেনি।
সামাজিক মাধ্যমে আসা ভিডিও ও ছবিতে গুদামটির উপরে অনেক উঁচু পর্যন্ত উঠে যাওয়া আগুনের শিখা দেখা গেছে আর ধোঁয়ার বিশাল মেঘ একটি মেঘ সেখানে ছিল। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ পরিষ্কার হয়নি।
দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করতে সেখানে একটি বিশেষ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। আগুন নিভিয়ে ফেলার পর পরিস্থিতি ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ আছে।সংবাদসুত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)