Published : 30 Apr 2025, 07:14 PM
রাশিয়ার পক্ষে ইউক্রেইনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়ে উত্তর কোরিয়ার প্রায় ৬০০ সেনা নিহত হয়েছে বলে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা।
তারা জানান, যুদ্ধে উত্তর কোরিয়া ১৫ হাজার সেনা মোতায়েন করেছিল। এখন পর্যন্ত উত্তর কোরিয়ার মোট সেনা হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০; এর মধ্যে রয়েছে নিহত ও আহত উভয়ই।
তবে গত ছয় মাসে ড্রোনের মতো আধুনিক অস্ত্র ব্যবহারে সেনাদের লড়াইয়ের দক্ষতা বেড়েছে।
রাশিয়ায় সেনা পাঠানো ও অস্ত্র সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সহায়তা পেয়েছে বলেও ধারণা প্রখাশ করেছেন দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস’ থেকে ব্রিফিং পাওয়ার পর পার্লামেন্টের গোয়েন্দা কমিটির সদস্য লি সিওং-কিউন সাংবাদিকদের বলেন, “ছয় মাস যুদ্ধে অংশ নেওয়ার পর উত্তর কোরিয়ার সেনারা আগের তুলনায় দক্ষ হয়ে উঠেছে। ড্রোনের মতো নতুন অস্ত্র ব্যবহারে তারা অভ্যস্ত হয়ে ওঠায় লড়াইয়ের ক্ষমতা অনেকটাই বেড়েছে।”
এ সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো উত্তর কোরিয়া স্বীকার করে যে, নেতা কিম জং উনের নির্দেশে তারা ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে সেনা পাঠিয়েছে এবং ইউক্রেইনের দখলে থাকা রুশ ভূখণ্ড পুনর্দখলে এই সেনারা সহায়তা করেছে।
হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে রাশিয়াকে ইউক্রেইনের পশ্চিমাঞ্চল কুর্স্কে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দিয়েছে উত্তর কোরিয়া। এতে দুটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন দেশের মধ্যে ঘনিষ্ঠতাও বেড়েছে।
উত্তর কোরিয়া প্রায় ১৫ হাজার শ্রমিককেও রাশিয়ায় পাঠিয়েছে বলে গোয়েন্দা তথ্য থাকার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার আইপ্রণেতারা।
তৃতীয় দেশে উত্তর কোরীয় শ্রমিক নিয়োগ থেকে পিয়ংইয়ং বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। যদিও এ ধরনের শ্রমিক নিয়োগে জাতিসংঘ নিষেধাজ্ঞা রয়েছে।