ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, ট্রাম্পের শান্তি উদ্যোগ তাকে একটি নোবেল পুরস্কার এনে দিতে পারে।
Published : 09 Nov 2024, 08:34 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলার সময় রিপালিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, নির্বাচিত হলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তিনি ইউক্রেইনে শান্তি ফিরিয়ে আনবেন।
রাশিয়ার গণমাধ্যম ধারণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেইন যুদ্ধ অবসানের পরিকল্পনা যাচাই করে দেখতে মস্কো প্রস্তুত আছে।
এ পরিস্থিতিতে ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির একটি মন্তব্যে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সংলাপের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
সালভিনি বলেছেন, ট্রাম্পের শান্তি উদ্যোগ তাকে একটি নোবেল পুরস্কার এনে দিতে পারে।
শনিবার সামাজিক মাধ্যম এক্স এ করা এক পোস্টে তিনি বলেন, “ডনাল্ড ট্রাম্প যদি রাশিয়া ও ইউক্রেইনের সংঘাত শেষ করতে সফল হন তাহলে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। জীবন রক্ষা করার পাশাপাশি এই সমাধান ডেমোক্র্যাটরা আমাদের জন্য এ পর্যন্ত যা রেখে গেছে তার তুলনায় একটি শান্ত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।”
নির্বাচনে জয়ী হওয়ার পর বিজীয় ভাষণে ট্রাম্প বলেছেন, “আমি একটি সাধারণ নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করব: প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। আগামীতেও আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব।”
মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড তার বই ‘ওয়ার’ এ ট্রাম্পের এক অনামা সহযোগীকে উদ্ধৃত করে জানান, ট্রাম্প ২০২১ সালে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর থেকে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সম্ভবত প্রায় সাতবারের মতো কথা হয়েছে।
হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার পর ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেছেন, এ ধরনের প্রতিবেদনগুলো ক্রেমলিন গত মাসে অস্বীকার করেছে।
আরও পড়ুন:
ট্রাম্পের প্রশংসা করলেন পুতিন, বললেন সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া