এশিয়া-প্রশান্ত মহাসাগরে চীনের কার্যকলাপের সমালোচনা করেছেন মাইক ওয়াল্টজ। যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
Published : 12 Nov 2024, 06:04 PM
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রিপাবলিকান প্রতিনিধি ও চীন সমালোচক মাইক ওয়াল্টজকে বেছে নিয়েছেন।
ট্রাম্পের অনুগত ওয়াল্টজ এর আগে ন্যাশনাল গার্ডের কর্নেল হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের কার্যকলাপের সমালোচনা করেছেন তিনি। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথাও বলেছেন ওয়াল্টজ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ক্ষমতাশালী ভূমিকা পালন করে থাকেন, এর জন্য সেনেটের অনুমোদন প্রয়োজন হয় না। মূল জাতীয় নিরাপত্তার বিষয়গুলোতে ট্রাম্পকে ব্রিফিং দেওয়ার এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবেন ওয়াল্টজ।
২০২১ সালে ওয়াল্টজ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাইডেন প্রশাসনের সমালোচনা করলেও ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছিলেন।
ওয়াশিংটনের রাজনীতিতে ওয়াল্টজের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি প্রতিরক্ষা সচিব ডনাল্ড রামসফেল্ড এবং রবার্ট গেটসের প্রতিরক্ষা নীতি পরিচালক ছিলেন।
২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিতও হয়েছিলেন তিনি। ওয়াল্টজ সামরিক রসদ তদারকির ‘হাউজ আর্মড সার্ভিসেস উপকমিটি’র চেয়ারম্যান এবং গোয়েন্দা বিষয়ক সিলেক্ট কমিটিতেও রয়েছেন।
ওয়াল্টজ রিপাবলিকানদের চীন টাস্ক ফোর্সেও রয়েছেন। তবে তিনি যুক্তি দিয়ে বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সংঘাত দেখা দিলে মার্কিন সামরিক বাহিনীর যতটা প্রস্তুত থাকা দরকার ততটা নেই।
এ বছরের শুরুর দিকে প্রকাশিত ‘হার্ড ট্রুথস: থিঙ্ক অ্যান্ড লিড লাইক আ গ্রিন বেরেট’ শিরোনামে একটি বইয়ে ওয়াল্টজ তাইওয়ানকে দ্রুত সশস্ত্র করা, প্রশান্ত মহাসাগরে মিত্রদের আশ্বস্ত করা এবং আধুনিকীকরণসহ চীনের সঙ্গে যুদ্ধ ঠেকানোর জন্য একটি পাঁচ-দফা কৌশল উল্লেখ করেছেন।
ইউক্রেইনের বিষয়ে ওয়াল্টজ বলেছেন, এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। এর আগে ২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর তিনি রুশ বাহিনীকে পিছু হটাতে কিইভকে আরও অস্ত্র সরবরাহের জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন।
কিন্তু গত মাসে তিনি একটি অনুষ্ঠানে বলেন, ইউক্রেইন বিষয়ে তিনি তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের লক্ষ্যের পুনর্মূল্যায়ন করতে হবে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হামাস এবং ইউক্রেইন-রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করতে ওয়াল্টজকে বড় ভূমিকা রাখতে হবে।