দক্ষিণ চীন সাগরের অনেকগুলো দ্বীপ ও এলাকা নিয়ে এই দুই দেশের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে।
Published : 31 Aug 2024, 10:21 PM
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় কোস্টগার্ডের জাহাজ সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে চীন ও ফিলিপিন্স।
ফিলিপিন্সের দাবি, চীনের কোস্টগার্ডের একটি জাহাজ ‘ইচ্ছাকৃতভাবে সরাসরি এসে’ তাদের কোস্টগার্ডের একটি জাহাজকে ধাক্কা দেয়; অপরদিকে বেইজিংয়ের অভিযোগ, ফিলিপিন্সের জাহাজটি ‘সচেতনভাবে’ চীনা জাহাজে ধাক্কা দিয়েছে।
বিবিসি জানায়, শনিবার দক্ষিণ চীন সাগরের মগ্ন দ্বীপ সাবিনার কাছে চীনের কোস্টগার্ড ও ফিলিপিন্সের কোস্টগার্ডের জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
দুই জাহাজের সংঘর্ষ ঘটলেও এতে কেউ জখম হয়নি। ফিলিপিন্সের কোস্টগার্ডের কমোডোর জেই তেরিলা জানিয়েছেন, চীনা জাহাজটির ‘বেশ কয়েকবারের’ ধাক্কায় তাদের ৯৭ মিটার দৈর্ঘ্যের জাহাজ ‘তেরেসা মাগবানুয়া’ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার পর চীনের কোস্টগার্ড ফিলিপিন্সের কোস্টগার্ডকে মগ্ন দ্বীপ সাবিনার কাছ থেকে তাদের জাহাজ সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু ফিলিপিন্স কোস্টগার্ড তাদের সরিয়ে নেবে না বলে জানিয়েছে।
দক্ষিণ চীন সাগরের এই অঞ্চলের অনেকগুলো দ্বীপ ও এলাকা নিয়ে এই দুই দেশের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছে, তারই জের ধরে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে।
গত দুই সপ্তাহে একই এলাকায় দুই দেশের জাহাজের মধ্যে এ ধরনের আরও অন্তত তিনটি ঘটনা ঘটেছে। মগ্ন দ্বীপ সাবিনার মালিকানা দাবিকারী চীন একে ‘েশানবিন জাও’ বলে আর ফিলিপিন্স বলে ‘এসকোদা’। দ্বীপটি ফিলিপিন্সের পশ্চিম উপকূল থেকে প্রায় ৭৫ নটিক্যাল মাইল আর চীন থেকে ৬৩০ নটিক্যাল মাইল দূরে।
দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ। প্রতি বছর এ জলপথ দিয়ে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ বাণিজ্যিক পণ্য পরিবাহিত হয়।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটার মালিকানা দাবি করে আসছে চীন। আর তাদের প্রতিবেশী ফিলিপিন্স, ব্রুনেই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম নিজ নিজ উপকূল সংলগ্ন এলাকাগুলোর মালিকান দাবি করে আসছে।