রাশিয়া সীমান্তে বেড়া নির্মাণ করছে ফিনল্যান্ড

নিরাপত্তা জোরদার করতে নির্মিত এ বেড়া ৩ মিটার লম্বা হবে এবং এর ওপরে কাঁটাতার থাকবে-বলছে বর্ডার গার্ড।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 12:53 PM
Updated : 1 March 2023, 12:53 PM

ফিনল্যান্ড নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সঙ্গে সীমান্তে ২০০ কিলোমিটার বেড়া নির্মাণ শুরু করেছে।

বর্ডার গার্ড জানিয়েছে, এই বেড়া ৩ মিটার (১০ ফুট) লম্বা হবে এবং এর ওপরে কাঁটাতার থাকবে।

বিবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে দীর্ঘতম সীমান্ত আছে ফিনল্যান্ডের।

এর দৈর্ঘ্য ১ হাজার ৩৪০ কিলোমিটার (৮৩২ মাইল)। বর্তমানে, রাশিয়া সীমান্তে ফিনল্যান্ডের সীমানাগুলো প্রাথমিকভাবে হালকা কাঠের বেড়ার দিয়ে সুরক্ষিত।

ইউক্রেইনে যুদ্ধ করার জন্য নিয়োগ পাওয়া থেকে বাঁচতে পালাতে চাওয়া রাশিয়ানদের সংখ্যা বাড়ার কারণে বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড।

মঙ্গলবার ফিনল্যান্ডের বন বিভাগের ছাড়পত্র পাওয়ার পর ইমাত্রা সীমান্ত পারাপার এলাকায় বেড়া তৈরির কাজ শুরু হয়েছে। আর পুরোদমে রাস্তা নির্মাণ এবং বেড়া স্থাপনের কাজ এমাসেই শুরুর পরিকল্পনা রয়েছে।

বেড়ার কিছু অংশে থাকবে নাইট ভিশন ক্যামেরা এবং লাউডস্পিকার, এছাড়াও থাকবে আলোর ব্যবস্থা।

বেড়া নির্মাণকাজের পাশাপাশি নর্ডিক দেশ ফিনল্যান্ড মঙ্গলবার পশ্চিমা সামরিক জোট নেটোতেও যোগদানের দ্বারপ্রান্তে চলে এসেছে।

যত দ্রুত সম্ভব নেটোতে যোগ দেওয়ার চেষ্টায় ফিনল্যান্ডের পার্লামেন্টে একটি বিল নিয়ে বিতর্ক চলছে, বুধবার বিলটি নিয়ে ভোট হবে বলে আশা করা হচ্ছে।

ফিনল্যান্ডের বর্ডার গার্ড জানিয়েছে, ইমাত্রা সীমান্তে ৩ কিলোমিটারের পাইলট প্রকল্প জুনের শেষের দিকে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

শক্ত বেড়া নির্মাণের অনুমতি দিতে ফিনল্যান্ড গতবছর জুলাইয়ে বর্ডার গার্ড আইনে নতুন সংশোধনী পাস করেছে। বর্তমানে যে কাঠের বেড়া আছে, সেটি মূলত গবাদিপশু যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে তার জন্য তৈরি করা আছে।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন পুরোদমে শুরু হওয়ার পর থেকেই ফিনল্যান্ড তাদের পূর্ব সীমান্তে শক্তি বাড়ানোর চেষ্টা করছে।

গত বছর সেপ্টেম্বরে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন যুদ্ধে যোগ দেওয়ার জন্য রিজার্ভ সেনা তলব করার পর বিপুল সংখ্যক রুশ নাগরিক ফিনল্যান্ডে পালিয়ে যেতে শুরু করে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড ও সুইডেন বহু বছর জোট নিরপেক্ষ দেশ থাকার পরও সেই অবস্থান থেকে সরে এসেছে।

যত তাড়াতাড়ি সম্ভব নেটোতে যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে দু’দেশ। তবে ফিনল্যান্ড সুইডেনের তুলনায় কম কূটনৈতিক বাধার সম্মুখীন হয়েছে।

ফিনল্যান্ড আগামী এপ্রিলে তাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগেই নেটোতে যোগ দেওয়ার পথে এগুতে চাইছে। কেবলমাত্র তুরস্ক এবং হাঙ্গেরির বাধার কারণে দেশ দুটি নেটোতে যোগ দিতে পারছে না।