২০১৪ সালে সেনা কর্মকর্তা হিসেবে কাজ শুরু করা কেভিন ম্যাককুল ইউরোপ, মধ্যপ্রাচ্য, ফকল্যান্ডস এবং আফ্রিকায় দায়িত্ব পালন করেছেন।
Published : 02 Dec 2023, 06:57 PM
কেনিয়ায় খুন হয়েছেন ছুটিতে থাকা একজন ব্রিটিশ সেনা। তার উপর হামলার বিষয়ে আর কোনো তথ্য দেয়নি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)।
তবে বিবিসি ধারণা করছে, হামলার শিকার হওয়ার সময় ৩২ বছরের মেজর কেভিন ম্যাককুল মোটরসাইকেলে করে ভ্রমণে বের হয়েছিলেন।
কেভিন ম্যাককুলের নিকটআত্মীয়দের তার নিহত হওয়ার খবর দেওয়া হয়েছে বলে জানান এমওডি কর্মকর্তারা। তবে এই সেনা কর্মকর্তার সঙ্গে ঠিক কি ঘটেছিল যে বিষয়ে কিছু প্রকাশ করা হবে না বলেও জানিয়েছেন তারা।
ম্যাককুল নিহত হওয়ার ঘটনাকে ‘দুঃখজনক ক্ষতি’ বলে বর্ণনা করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস।
এমওডি জানায়, গত ২৯ নভেম্বর মারা যান মেজর ম্যাককুল। ২০১৪ সালে সেনা কর্মকর্তা হিসেবে কাজ শুরু করা ম্যাককুল ইউরোপ, মধ্যপ্রাচ্য, ফকল্যান্ডস এবং আফ্রিকায় দায়িত্ব পালন করেছেন।