নির্বাচনে জয়ের মধ্য দিয়ে বর্তমান বিরোধীদল সিডিইউ/সিএসইউ এর নেতা ফ্রিদরিশ মেয়াৎস জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন।
Published : 24 Feb 2025, 10:23 AM
জার্মানির জাতীয় নির্বাচনে ফ্রিদরিশ মেয়াৎসের রক্ষণশীল দল সিডিইউ/সিএসইউ জয় পেয়েছে। তারা প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও প্রত্যাশা মতো ৩০ শতাংশ ভোট পায়নি, পেয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে জয়ের মাধ্যমে বর্তমান বিরোধীদলীয় নেতা মেয়াৎস জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন।
তিনি যুক্তরাষ্ট্র নির্ভরতা থেকে ইউরোপকে ‘প্রকৃত স্বাধীনতা’ দিতে সাহায্য করার অঙ্গীকার করেছেন বলে রয়টার্স জানিয়েছে।
উৎফুল্ল সমর্থকদের তিনি বলেছেন, “আজ রাতে আমরা উদযাপন করবো আর সকালে কাজ করতে যাবো।”
সিডিইউ/সিএসইউ এর পরে ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে কট্টর ডানপন্থি দল আল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) । আগের ২০২১ সালের নির্বাচনে এএফডি ১০ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে ছিল, এবার রেকর্ড জয় পেয়ে ওই জায়গা থেকে দ্বিতীয় অবস্থানে চলে আসায় তারাও উৎসব করছে।
তবে দলটি আরও বড় জয় আশা করেছিল। তাই নির্বাচনের পুরো ফলাফল আসার পর এএফডির সদরদপ্তরে কিছুটা আশাহত পরিবেশও বিরাজ করছিল বলে জানিয়েছে বিবিসি।
নির্বাচনে জিতে মেয়াৎস (৬৯) জোট সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু ঐতিহাসিক উত্থানের মধ্য দিয়ে এএফডি দ্বিতীয় স্থান পাওয়ায় মেয়াৎসকে জোট গঠনে জটিল ও দীর্ঘ দরকষাকষির আলোচনার মধ্য দিয়ে যেতে হবে।
এএফডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও বিশিষ্ট মার্কিন ধনকুবের ইলন মাস্কের সমর্থন পেয়ে ধন্য হলেও জার্মানির মূলধারার দলগুলো কট্টর ডানপন্থি দলটির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছে। ফলে দ্বিতীয় অবস্থানে থাকলেও এএফডি দেশটির পরবর্তী সরকারের অংশ হতে পারবে না বলে ধরে নেওয়া হচ্ছে।
বিভিন্ন দলের মধ্যে ভোট ভাগ হয়ে যাওয়া এই নির্বাচনে জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজের নেতৃত্বাধীন এসপিডি ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছে।
সোমবার প্রথম কয়েক ঘণ্টায় ফলাফল আসতে শুরু করার পর পরিষ্কার হয়ে যায় যে এএফডি জার্মানির পূর্বাঞ্চলে অন্য দলগুলো থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে। এক জরিপ অনুযায়ী ওই অঞ্চলে তারা ৩৪ শতাংশ ভোট পেতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যায়। এতে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে এএফডি।
কিন্তু পূবাঞ্চলে বড় জয় পেলেও জার্মানির বাদবাকি অঞ্চলের ফলাফল আসতে শুরু করার পর রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবারের নির্বাচনে জয় পেতে যাচ্ছে, এমন দৃশ্য পরিষ্কার হয়ে যায়।