ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরুর পরপরই যুক্তরাজ্য সরকার সেখান থেকে পালাতে চাওয়া ব্রিটিশ নাগরিকদের সাহায্য করতে তৎপর হল।
Published : 01 Oct 2024, 05:00 PM
ব্রিটিশ নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিতে ভাড়া করা বিশেষ বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই ফ্লাইট পাটানোর ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, লেবানন পরিস্থিতি ‘অস্থির’ এবং ‘দ্রুত অবনতি’ হওয়ার আশঙ্কা আছে।
ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরুর পরপরই যুক্তরাজ্য সরকার সেখান থেকে পালাতে চাওয়া ব্রিটিশ নাগরিকদের সাহায্য করতে তৎপর হল।
লেবাননে থাকা ব্রিটিশ নাগরিক, তাদের স্বামী-স্ত্রী বা সঙ্গী ও ১৮ বছরের কম বয়সী সন্তানরা এবং ঝুঁকিতে থাকা মানুষেরা ফ্লাইটে উঠার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
বুধবার এই বাণিজ্যিক বিমান বৈরুত থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যাবে।
গত সপ্তাহ পর্যন্ত, লেবাননে ৪০০০ থেকে ৬০০০ যুক্তরাজ্যের নাগরিক ও তাদের ওপর নির্ভরশীল আরও কিছু মানুষ রয়েছে বলে মনে করা হয়েছিল। যুক্তরাজ্য সরকার ফ্লাইটটির ভাড়ার অর্থ পরিশোধ করবে। এই ফ্লাইট বৈরুত-রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।
তবে ব্রিটিশ নাগরিকদেরকে প্রতি আসনের জন্য ৩৫০ পাউন্ড ফি দিতে হবে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ নাগরিকদের ওপর নির্ভরশীল অ-ব্রিটিশ যাত্রীরা এই ফ্লাইটে উঠতে গেলে তাদেরকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য অন্তত ছয় মাসের ভিসা প্রয়োজন হবে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চাহিদা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী আরও ফ্লাইট চালু করা হতে পারে।
গত সপ্তাহে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে লড়াই জোরদার হওয়ার পর লেবাননে অবস্থান করা ব্রিটিশ নাগরিকদের বৈরুত ছাড়ার আহ্বান জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।