ইসরায়েলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার কয়েক দিন আগেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে সতর্ক করেছিলেন।
Published : 02 Oct 2024, 10:11 PM
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে তাকে হত্যার ইসরায়েলি চক্রান্ত সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। লেবানন থেকে নাসরাল্লাহকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
ইসরায়েলের বিমান হামলায় নাসরাল্লাহ নিহত হওয়ার কয়েক দিন আগেই খামেনি তাকে সতর্ক করেন। ইরানের তিন ঊধ্র্তন কর্মকর্তা কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সকে ওই তিন কর্মকর্তার একজন জানান, ১৭ সেপ্টেম্বরে হিজবুল্লাহর পেজার বিস্ফোরণের ঘটনার পরপরই খামেনি এক দূতের মাধ্যমে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে একটি বার্তা পাঠিয়ে তাকে ইরানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
বার্তায় খামেনি গোয়েন্দা প্রতিবেদনের উল্লেখ করে জানিয়েছিলেন, হিজবুল্লাহর ভেতরে ইসরায়েলি চর আছে এবং তারা তাকে হত্যার চক্রান্ত করছে।
বার্তাবাহক ছিলেন ইরানের রেভল্যুশনারি গার্ডের এক ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরউশান। তিনি নাসরাল্লাহর সঙ্গে তার বাঙ্কারেই ছিলেন। আর সে সময়ই ইসরায়েলের বোমার আঘাতে নাসরাল্লাহর সঙ্গে তিনিও মারা যান।
নাসরাল্লাহর মৃত্যুর পর ইরান এখন নিজেদের সরকারের উচ্চ পদগুলোতেই ইসরায়েলি চরদের অনুপ্রবেশ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ওই তিন কর্মকর্তা।