যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য নতুন করে সংগঠিত হতে দক্ষিণ গাজায় সেনা কমানো হয়েছে- বলছে, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস।
Published : 07 Apr 2024, 08:11 PM
গাজার যুদ্ধ শুরুর ছয়মাস পর দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব স্থল সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।
যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য নতুন করে সংগঠিত হতে দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।
বিবিসি-কে আইডিএফ এর লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেছেন, “যুদ্ধ শেষ হয়নি। গাজায় আরও অভিযান চালানো দরকার।”
মিশরের রাজধানী কায়রোয় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন দফায় আলোচনা শুরু হওয়ার কথা রোববারেই। হামাস এবং ইসরায়েল দুপক্ষই এ আলোচনায় অংশ নেবে বলে জানিয়েছে।
এই আলোচনার দিনেই ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র দক্ষিণ গাজা থেকে স্থল সেনা প্রত্যাহারের কথা জানালেন।
তবে এই সেনা প্রত্যাহারের ফলে গাজার রাফাহ নগরীতে ইসরায়েলের সামরিক অভিযান বিলম্বিত হবে কি না তা স্পষ্ট জানা যায়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল করতে হলে রাফাহে অভিযান চালানো প্রয়োজন বলে আসছেন।
গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীর ফিলিস্তিনি বাসিন্দারা বলেছেন, তারা ইসরায়েলি সেনাদেরকে নগরীর কেন্দ্রস্থল থেকে চলে যেতে দেখেছেন। তারা পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সরে যাচ্ছে। গত কয়েকমাস ধরে ইসরায়েলি সেনারা এই খান ইউনিসে বোমা হামলা চালিয়ে এসেছে।
ছয় মাস আগে গতবছর ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী মূলত গাজার দক্ষিণাঞ্চলেই অভিযান পরিচালনা করেছে।