অনন্তানাগ জেলার আহলান গাদোলে শুরু হওয়া এ বন্দুক লড়াইয়ে আরও এক সেনা ও দুই বেসামরিক আহত হয়েছেন।
Published : 11 Aug 2024, 10:22 AM
ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র বন্দুক লড়াইয়ে দুই সেনা নিহত হয়েছেন।
শনিবার বিকাল থেকে অনন্তনাগের আহলান গাদোলে শুরু হওয়া এ বন্দুক লড়াইয়ে আরও এক সেনা ও দুই বেসামরিক আহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কোকেরনাগ মহকুমার একটি বনে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্যস্থল করে বিচ্ছিন্নতাবাদীরা। সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের ছত্রীসেনারা এই অভিযানে অংশ নিচ্ছিলেন। বনটিতে সম্ভাব্য বিদেশি সন্ত্রাসীরা লুকিয়ে আছেন এমন বিশ্বাস থেকে সেখানে অভিযান চালানো হচ্ছিল।
সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর বলেছে, “অভিযান চলাকালে সন্ত্রাসীদের নির্বিচার, মরিয়া ও বেপরোয়া গুলিবর্ষণে দুই বেসামরিকও আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেওয়ার পর সরিয়ে নেওয়া হয়েছে। অভিযান চলমান আছে।”
বিচ্ছিন্নতাবাদীদের খুঁজে বের করতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা আহলান গাদোলের বনে অবস্থান নিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।