বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে জার্মানির বার্লিন বিমানবন্দরের কর্মীরা ধর্মঘটে গেলে বুধবার বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দরটির সব ফ্লাইট বাতিল করা হয়।
এদিন বার্লিন বিমানবন্দর থেকে প্রায় ৩০০টি উড়োজাহাজ উঠা-নামা করার কথা ছিল। যেগুলো প্রায় ৩৫ হাজার যাত্রী পরিবহন করত।
বুধবার স্থানীয় সময় ভোররাত সাড়ে ৩টা থেকে ধর্মঘট শুরু হয়।
বিমানবন্দর শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এনরিকো রুহিমকার বলেন, ‘‘আশা করি যথেষ্ট চাপ দেওয়া হয়েছে।”
তাদের এই আন্দোলনের লক্ষ্য আলোচনা বলেও জানান তিনি।
বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ ২৪ মাসের মেয়াদের জন্য একটি সম্মিলিত দর কষাকষির প্রস্তাব দিয়েছিল। যেখানে আগামী ১ জুন থেকে বেতন ৩ শতাংশ এবং আগামী বছর ১ মে থেকে বেতন ২ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে।
‘‘আপনিই দেখুন, মূল্যস্ফীতির হার কতটা বেশি এবং এই খাতে আমার সহকর্মীদের বেতন অনেক অনেক বছর ধরে বাড়ে না, সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। তাই তারা যে প্রস্তাব দিয়েছে সেটা নিশ্চিতভাবেই আমার সহকর্মীদের মুখে চড় মারার মত।”
এদিকে, জার্মান সরকার বুধবার তাদের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জনায়, খসড়া যে প্রতিবেদন তৈরি করা হয়েছে সেখানে এ বছর মূল্যস্ফীতি ৬ শতাংশ এবং ২০২৪ সালে ২ দশমিক ৮ শতাংশ হবে বলে আভাস দেওয়া হয়েছে।