গাজার প্রধান হাসপাতালের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন: ডব্লিউএইচও

হাসপাতালের আশেপাশে চলা লড়াইয়ে আটকা পড়া স্টাফ এবং রোগীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 03:16 PM
Updated : 12 Nov 2023, 03:16 PM

গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

হাসপাতালের আশেপাশে চলা লড়াইয়ে আটকা পড়া স্টাফ এবং রোগীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গাজার সর্ববৃহৎ এই হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। বিদ্যুৎ, পানি ও অক্সিজেন না থাকায় হাসপাতাল পুরোপুরি অচল হয়ে পড়েছে।

সেখানে নিও-নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে-এনআইসিইউ ৩৯ থেকে ৪৫টি শিশু রয়েছে। যাদের মধ্যে শনিবার দুইটি শিশু মারা গেছে। বাকিদের জীবনপ্রদীপও নিভু নিভু।

এ অবস্থায় ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার বলেছে, তারা রোববার আল-শিফা হাসপাতালের শিশুদের উদ্ধার করে নিয়ে আসতে প্রস্তুত আছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি আছে হাসপাতাল ভবনের নিচে। হামাস এমন অভিযোগ অস্বীকার করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লড়াইয়ের সময় হাসপাতালে আঘাত হানছে না। তবে হাসপাতালটির কাছে হামাসের সঙ্গে লড়ছে।

এই লড়াই চলার মধ্যে হাসপাতালটির ভেতরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

বিবিসি জানায়, গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল আল-কুদসে জ্বালানি সংকটের খবর জানিয়েছে একটি দাতব্য সংস্থা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের নজিরবিহীন হামলায় ১,৪০০’র বেশি মানুষ নিহত এবং ২৪০ জন জিম্মি হওয়ার পর থেকেই সশস্ত্র এই ফিলিস্তিনি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার প্রত্যয় নিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।