তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
Published : 26 Sep 2024, 05:23 PM
ভারতের তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে একই পরিবারের পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে ত্রিচি-কড়াইকুড়ি মহাসড়কে গাড়িটি দাঁড় করানো অবস্থায় পাওয়া যায়, লিখেছে এনডিটিভি।
নিহতরা হলেন মণিকন্দন (৫০) নামে এক ব্যবসায়ী, তার স্ত্রী নিত্যা ও মা সরোজা ও তাদের দুই সন্তান। শহর থেকে ২০০ কিলোমিটার দূরে সালেমের বাসিন্দারা ছিলেন তারা। বিষ খেয়ে তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।
গাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
আত্মহত্যা সন্দেহ হলেও তার পেছনে কী কারণ থাকতে পারে; সে বিষয়ে পরিষ্কার হতে পারেনি পুলিশ।
পরিবারটি মহাজনদের চাপে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এনডিটিভি লিখেছে, ধাতব জিনিসের ব্যবসার সঙ্গে যুক্ত মণিকন্দন ঋণগ্রস্ত ছিলেন।
মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পুদুক্কোট্টাই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।