যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

রাজনৈতিক চাপের মুখে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াটেং বরখাস্ত হওয়ার পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট তার স্থলাভিষিক্ত হলেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2022, 01:56 PM
Updated : 14 Oct 2022, 01:56 PM

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

বাড়তে থাকা রাজনৈতিক চাপ এবং বাজারে টালমাটাল পরিস্থিতির মধ্যে অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং বরখাস্ত হওয়ার পর হান্ট তার স্থলাভিষিক্ত হলেন।

প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কার্যালয় শুক্রবার একথা জানিয়েছে।

হান্ট এর আগে দু’বার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বের দৌড়ে নেমে সফল হতে পারেননি। একবার তিনি বরিস জনসনের কাছে হেরে যান এবং পরেরবার দলের নেতৃত্বের প্রতিযোগিতায় প্রথম দফার ভোটেই হেরে বাদ পড়েন।

শেষ পর্যন্ত কনজারভেটিভ দলের নেতৃত্বে জয়ী হয়ে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। ওই প্রতিযোগিতায় ট্রাসের প্রতিপক্ষ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন জেরেমি হান্ট।

এর আগে হান্ট যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রীও ছিলেন। এ বছর নিয়োগ পাওয়া যুক্তরাজ্যের চতুর্থ অর্থমন্ত্রী হলেন তিনি।

Also Read: যুক্তরাজ্যে অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন লিজ ট্রাস