হামবুর্গে ফের গোলাগুলি, নিহত ২

সপ্তাহ দুয়েক আগেই শহরটির একটি গির্জায় বন্দুকধারীর হামলায় ৭ জন নিহত হয়েছিল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2023, 08:07 AM
Updated : 26 March 2023, 08:07 AM

গির্জায় বন্দুক হামলায় ৭ নিহতের রেশ কাটতে না কাটতেই জার্মানির হামবুর্গ শহরে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে।

রোববার পুলিশ শহরটিতে মার্চে হওয়া এই দ্বিতীয় গোলাগুলির ঘটনায় ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অভিযান শেষ হয়েছে, এখন ঘটনা নিয়ে তদন্ত চলছে, বলেছে পুলিশ।

তাদের মুখপাত্র গোলাগুলির কারণ কী, কারা অপরাধী সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।

রোববার মধ্যরাতের আগে ল্যাঙ্গেনহর্ন জেলায় পুলিশের ডাক পড়ে, এরপর বাহিনীটির ২৮টি যান ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড। 

কর্তৃপক্ষের বরাত দিয়ে ডয়েচে ভেলে জানায়,  নিহত দুইজনের মধ্যে বন্দুকধারীও আছে বলে সন্দেহ করা হচ্ছে।

দুটি অ্যাপার্টমেন্ট ভবনের মাঝখানে থাকা হাঁটাপথে দুইজনের মৃতদেহ পাওয়া যায়, বলেছেন পুলিশের কর্মকর্তারা।

সপ্তাহ দুয়েক আগে শহরটির জিহোভা’স উইটনেস গির্জায় বন্দুক হামলায় ৭ জন নিহত হয়েছিল। ওই ঘটনায় ফিলিপ এফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি ধর্মীয় সম্প্রদায়ের সাবেক সদস্য ছিলেন; বিদ্বেষ থেকেই তিনি গির্জায় গুলি চালান বলে সেসময় বলেছিল পুলিশ।