একটি গুদামে রাখা ব্যাটারি সেলগুলোতে ধারবাহিক বিস্ফোরণ ঘটতে থাকার এক পর্যায়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
Published : 24 Jun 2024, 02:52 PM
দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের দক্ষিণে হুয়াসংয়ে ব্যাটারি প্রস্তুতকারক অ্যারিসেলের কারখানায় আগুন লাগে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন; খবর রয়টার্সের।
স্থানীয় দমকল কর্মকর্তা কিম চিন ইয়ং জানান, একটি গুদামে ৩৫ হাজার ইউনিট ব্যাটারি রাখা ছিল, সেখানে ব্যাটারি সেলগুলোতে ধারবাহিক বিস্ফোরণ ঘটতে থাকার এক পর্যায়ে আগুন ধরে যায়। আগুন প্রায়
নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কী থেকে ব্যাটারিগুলোতে বিস্ফোরণ ঘটেছে তার পরিষ্কার হয়নি।
২০২০ সালে প্রতিষ্ঠিত অ্যারিসেল সেন্সর ও রেডিও যোগাযোগ যন্ত্রপাতির জন্য চার্জ করা যায় না এমন লিথিয়াম ব্যাটারি তৈরি করে। কারখানাটিতে ১০০ জন কর্মী ছিলেন বলে জানা গেছে।
অগ্নিনির্বাপন কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, নিহতদের মধ্যে ১৮ জন চীনা, লাওসের একজন এবং দক্ষিণ কোরিয়ার দুইজন নাগরিক রয়েছে। আরেকটি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি এবং একজন এখনও নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, “বেশির ভাগ দেহই মারাত্মকভাবে পুড়ে গেছে। ফলে সেগুলোকে চিহ্নিত করতে সময় লাগবে।”
অগ্নিকান্ডে আহত হয়েছে আরও ৮ জন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।