এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে জুনে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান তার।
Published : 03 Jun 2024, 12:11 AM
রাশিয়াকে চীনের সমর্থন ইউক্রেইন যুদ্ধকে দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার এশিয়া প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে আসন্ন ইউক্রেইন শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানোর সময় জেলেনস্কি একথা বলেন, যে সম্মেলন রাশিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।
জেলেনস্কি সিঙ্গাপুরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা প্রধানদের একটি বৈঠকে অকস্মাৎ হাজির হয়ে বক্তব্য রাখেন। বৈঠকে ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধানরাও।
ইউক্রেইন নিয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলন সুইজারল্যান্ডে হওয়ার কথা রয়েছে ১৫ ও ১৬ জুনে। তার আগে দিয়ে এই বৈঠক হচ্ছে।
জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “রাশিয়াকে দেওয়া চীনের সমর্থনের কারণে যুদ্ধ আরও দীর্ঘদিন চলবে। আর তা গোটা বিশ্বের জন্যই খারাপ।”
ইউক্রেইন যুদ্ধে চীন নিরপেক্ষতা বজায় রাখা এবং শান্তির প্রবক্তা বলে দাবি করে আসছে। যদিও দেশটি সেই ২০২২ সালে ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরু পর থেকেই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করেছে।
যুক্তরাষ্ট্রও রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করতে সহায়ক নানা পণ্য রপ্তারি জন্য চীনকে দোষারোপ করেছে। একইসঙ্গে রাশিয়াকে এ ধরনের সহায়তা করতেথাকলে এর পরিণতি ভোগ করতে হবে বলেও চীনকে শাসিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে চীন এধরনের কোনও সহায়তা দেওয়ার কথা অস্বীকার করেছে এবং কোনও অস্ত্র সহায়তাও কাউকে দেয়নি বলে দাবি করেছে। রোববার জেলেনস্কি তার বক্তব্যে এ ধরনের সহায়তার বিষয়টিই তুলে ধরে বলেছেন, রাশিয়ার অস্ত্র তৈরিতে ব্যবহার্য কিছু উপাদান ‘চীন থেকে এসেছে’।
ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করে আরও বলেন, রাশিয়া চীনের সহায়তায় বিভিন্ন দেশকে আসন্ন শান্তি সম্মেলনে যোগ না দিতে চাপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, “রাশিয়া এখন বিভিন্ন দেশে গিয়ে তাদেরকে কৃষি থেকে শুরু করে খাবারসহ রাসায়নিক পন্য সরবরাহ আটকে দেওয়ার হুমকি দিয়ে শান্তি সম্মেলন না আসতে চাপ সৃষ্টি করছে। এভাবে তারা সম্মেলন বিঘ্নিত করার চেষ্টা চালাচ্ছে একথা সত্য।
সূত্র: সিএনএন