দেশটির ৭০৬টি মেডিকেল কলেজ ডব্লিউএফএমইয়ের ছাড়পত্র পেয়েছে।
Published : 17 Jan 2024, 01:39 AM
বিদেশে গিয়ে এবার চিকিৎসা করার ছাড়পত্র পেলেন ভারতের এমবিবিএস ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকরা। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনকে (এনএমসি) ১০ বছরের জন্য স্বীকৃতি দিচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই)। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে ভারতের মেডিকেল কলেজের এমবিবিএস ডিগ্রি নিয়ে চিকিৎসা সেবা দেওয়া যাবে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের রোগীদেরও। এর জন্য আলাদা কোনো ডিগ্রি নিতে হবে না। এমনকি উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে চাইলে তাতেও কোনো বাধা থাকবে না।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের ৭০৬টি মেডিকেল কলেজ ডব্লিউএফএমইয়ের ছাড়পত্র পেয়েছে। আগামী ১০ বছরে আরও নতুন মেডিকেল কলেজ স্থাপিত হলে সেগুলোও আপনা থেকেই এই ছাড়পত্র পেয়ে যাবে।
এ পদক্ষেপের ফলে ভারতের চিকিৎসকরা যে কেবল অনেক সুবিধা পাবেন তাই নয়, বিদেশ থেকেও অনেকেই ভারতে গিয়ে চিকিৎসা শাস্ত্র পড়তে আগ্রহী হবে। তাছাড়া এর মাধ্যমে ভারতে চিকিৎসা শিক্ষার আরও মানোন্নয়ন হওয়াসহ বিদেশের চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং ভারতের চিকিৎসা পদ্ধতিরও নানাদিকের মেলবন্ধন ঘটবে বলে আশা করা হচ্ছে। সংবাদ সূত্র: এনডিটিভি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)