যারা রাশিয়ার মাটিতে হামলা চালিয়ে দেশটিকে ধ্বংস করে দিতে চায় তাদের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
Published : 19 Feb 2023, 10:46 PM
ফ্রান্স ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার পরাজয় চায়, কিন্তু রাশিয়ার গুঁড়িয়ে যাওয়া দেখতে চায় না বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তিনি বলেন, আমি চাই ইউক্রেইনে রাশিয়া পরাজিত হোক। আর ইউক্রেইন নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হোক।
কিন্তু যারা চলমান যুদ্ধকে রাশিয়ার মাটিতে নিয়ে যেতে এবং দেশটিকে ধ্বংস করে দিতে চায় তাদের সমালোচনা করেছেন ম্যাক্রোঁ।
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতারা সমবেত হওয়ার মধ্যে ম্যাক্রোঁ এই মন্তব্য করলেন।
এ সম্মেলনে ইউক্রেইনকে দ্রুত আরও অস্ত্র সরবরাহ করা এবং মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি এসেছে।
ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ম্যাক্রোঁ পশ্চিমা দেশগুলোকে ইউক্রেইনে সামরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য তিনি প্রস্তুত।
ম্যাক্রোঁ বলেন, “কিছু মানুষ ভাবেন যে, আমাদের লক্ষ্য হতে হবে রাশিয়ার মাটিতে আক্রমণ করে দেশটির সর্বাত্মক পরাজয় ঘটানো। এই পর্যবেক্ষকরা চান সর্বোপরি রাশিয়াকে গুঁড়িয়ে দিতে। কিনতু আমি তাদের মতো করে ভাবি না। ফ্রান্সের এমন অবস্থান কখনো ছিল না এবং তা কখনো হবেও না।”
গত শুক্রবার মিউনিখে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বেশ জোর দিয়েই বলেছেন, মস্কোর সঙ্গে সংলাপের সময় এখন নয়। তবে চূড়ান্ত লক্ষ্য হিসেবে শান্তির কথা উল্লেখ করা থেকে পিছপা হননি তিনি।
তার মতে, মিত্রদের সমর্থন নিয়ে ইউক্রেইনের সামরিক প্রচেষ্টাই রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।
রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের ভাবনাও প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বিশ্বজুড়ে এমন উদ্যোগ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।