সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক, তাকে ধরতে অভিযান চলছে, বলেছে পুলিশ।
Published : 08 Mar 2025, 02:58 PM
কানাডার টরন্টোর এক পাবে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে শহরটির পুলিশ।
সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক, তাকে ধরতে অভিযান চলছে, বলেছে তারা।
শুক্রবার টরন্টোর পূর্বাঞ্চলের স্কারবরো এলাকার কাছে স্থানীয় সময় রাত ১০টা ৩৯ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আহতদের আঘাতের মাত্রা নিয়ে বিস্তারিত কিছু না বলে কর্তৃপক্ষ জানিয়েছে, আহত চারজনের শরীরে যে আঘাত, তাতে মৃত্যুঝুঁকি নেই।
সন্দেহভাজন ব্যক্তি কালো রঙের একটি বালাকলাভা মুখোশ পরে ছিলেন, তাকে ঘটনাস্থল থেকে রূপালি রঙের একটি গাড়িতে চেপে পালাতে দেখা গেছে, বলেছে পুলিশ।
“স্কারবরোতে একটি পাবে গুলির খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এখনও শুরুর দিককার পরিস্থিতি, তদন্তও চলছে- পুলিশ পরে বিস্তারিত জানাবে। গুলিবিদ্ধদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি,” বলেছেন টরন্টোর অলিভিয়া চো।
প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশপ্রধান তাকে আশ্বস্ত করেছেন, জানিয়েছেন তিনি।