সেনেটে তার নিয়োগ নিশ্চিতের ভোট ৫০-৫০ এ ‘টাই’ হয়ে গিয়েছিল, পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ত্রাতা হয়ে আসেন।
Published : 25 Jan 2025, 10:31 AM
ডেমোক্র্যাট এমনকী রিপাবলিকান কয়েকজনের বিরোধিতা সত্ত্বেও মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের বাধা উৎরাতে পেরেছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ডনাল্ড ট্রাম্পের পছন্দের পিট হেগসেথ।
শুক্রবার রাতে সেনেটে তার নিয়োগ নিশ্চিতের ভোট ৫০-৫০ এ ‘টাই’ হয়ে গিয়েছিল, পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ত্রাতা হয়ে আসেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে সেনেটের প্রেসিডেন্ট হন; তবে সাধারণত তাকে ভোট দিতে হয় না, কেবল ‘টাই-ব্রেকিং’ পরিস্থিতি হলেই তিনি তার রায় দেন।
শনিবার সেনেটের ভোটে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সদস্যদের সবাই হেগসেথের বিপক্ষে ভোট দিয়েছিলেন, তাদের সঙ্গে যোগ দেন মিচ ম্যাককনেলসহ তিন রিপাবলিকানও।
ম্যাককনেল দিনকয়েক আগেও উচ্চকক্ষে রিপাবলিকান শীর্ষ নেতা ছিলেন।
ফক্স নিউজের সংবাদ ভাষ্যকার হেগসেথ যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সাবেক কর্মকর্তা। তার ওয়েবসাইটের তথ্য অনুসারে তিনি আফগানিস্তান, ইরাক ও কিউবার গুয়ানতানামো বে-তে দায়িত্বপালন করেছেন।
দায়িত্ব পেলে পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনারও প্রতিশ্রুতি আছে তার।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এখন তাকে মার্কিন বাহিনীতে কর্মরত ১৩ লাখ সেনা ও প্রায় ১০ লাখ বেসামরিকের দায়িত্ব সামলাতে হবে। দেখভাল করতে হবে বার্ষিক প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বাজেটও।
হেগসেথ এর আগে আইনপ্রণেতাদের বলেছিলেন, তিনি এখন পর্যন্ত সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান চালিয়েছিলেন, তাতে লোক ছিল সাকুল্যে ১০০, আর বাজেট এক কোটি ৬০ লাখ ডলার।
ট্রাম্প তাকে প্রতিরক্ষামন্ত্রী বানাতে চাওয়ার পর থেকেই হেগসেথের বিরুদ্ধে যৌন নিপীড়ন, অতিরিক্ত মদ পান. দ্বিতীয় স্ত্রীকে নির্যাতনসহ একাধিক অভিযোগ উঠতে থাকে। তবে হেগসেথ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।