অভিযানের আগেই সিগনাল গ্রুপে ‘হুতি নেতা হত্যার সময়’ শেয়ার করেন হেগসেথ
ফাঁস হওয়া চ্যাটে কোনো নাম বা কোথায় হামলা হবে তা ছিল না, ছিল না এমন কোনো তথ্যও যার দরুন মার্কিন সেনারা পাল্টা নিশানায় পরিণত হতে পারতেন। কেবল ছিল নিশানায় থাকা হুতি নেতার অবস্থান, কী কী দিয়ে হামলা হতে যাচ্ছে সেসব।