জাপান সরকার এবং জাতিসংঘের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা বলেছে, পানিতে তেজস্ক্রিয় দূষণের মাত্রা এত কম যে তা মানুষ বা পরিবেশের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না।
Published : 06 Oct 2023, 06:02 PM
চীনে থাকা জাপানি স্কুলে পাথর ছোড়া, জাপানের সামুদ্রিক খাবার বয়কটের হুমকি কিংবা শত শত ভয় দেখানো ফোনকল..সম্প্রতি এভাবেই জাপানের প্রতি নিজেদের ঘৃণার প্রকাশ ঘটাচ্ছে সাধারণ চীনারা।
তাদের এই ঘৃণার মূল কারণ ২০১১ সালের সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান। এর মধ্য দিয়ে দেশটি দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার দীর্ঘ প্রক্রিয়া শুরু করেছে।
কিন্তু জাপানের এ কাজে প্রতিবেশী দেশগুলো তীব্র আপত্তি জানিয়েছে, বিশেষ করে চীন। তাদের আশঙ্কা, এর ফলে সমুদ্রের পানি তেজস্ক্রিয়তায় দূষিত হয়ে পড়বে।
যদিও জাপান সরকার এবং জাতিসংঘের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা বলেছে, পানিতে তেজস্ক্রিয় দূষণের মাত্রা এত কম যে তা মানুষ বা পরিবেশের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না।
কিন্ত এ কথা মানতে নারাজ চীন। তারা বলেছে, নিজেদের স্বার্থে সমগ্র মানবজাতির মঙ্গল উপেক্ষা করে জাপান ‘অত্যন্ত স্বার্থপর ও কাণ্ডজ্ঞানহীন কাজ করেছে’।
চীন জাপান থেকে সব ধরণের সামুদ্রিক খাবার আমদানি পুরোপুরি নিষিদ্ধ করেছে। এদিকে, জাপান এবং দেশটির নাগরিকদের প্রতি চীনের সাধারণ মানুষের মনে যে ঘৃণার জন্ম হয়েছে এবং তার যে প্রকাশ শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত কেউ আহত না হলেও টোকিও বেইজিংয়ের কাছে সেখানে তার দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0k6wcQAZGukW2uBoH5nLyn8cKSHsVDKziwQN1YkUWqdwAvRPjpcfXdwiwxcRXKEfAl ]