ইতালি উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজে আগুন ধরে যাওয়ার পর সেটি উল্টে গিয়ে অনেকে নিখোঁজ হয়েছিল।
Published : 22 Jun 2024, 03:41 PM
ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনায় সাগর থেকে আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
সোমবারের ওই জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৪ জন হতাহত হয়েছিল ও অনেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজদের মধ্যে ১৪ জনের মৃতদেহ শুক্রবার উদ্ধার হয়।
দাতব্য সংস্থাগুলো জানিয়েছে, জাহাজটি সম্ভবত তুরস্ক থেকে ছেড়ে এসেছিল, কিন্তু ক্যালাব্রিয়ার থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে থাকার সময় আগুন ধরে যাওয়ার পর সেটি উল্টে যায়।
ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, “আজ (শুক্রবার) কোস্টগার্ডের জাহাজ দাত্তিলো ও কোরসি আরও ১৪টি মৃতদেহ উদ্ধার করেছে। (তল্লাশি অভিযান শুরু হওয়ার পর থেকে) এই নিয়ে মোট ৩৪টি মৃতদেহ উদ্ধার হল।”
জাহাজডুবির পর সংস্থাটি জানিয়েছিল, কোস্টগার্ড ঘটনাস্থল থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করেছে এবং একজন নারীর মৃতদেহ খুঁজে পেয়েছে। জীবিত সবাইকে ও নারীর লাশটি তীরে নিয়ে আসা হয়েছে। কিন্তু ৬০ জনেরও বেশি তখনো নিখোঁজ বলে জানিয়েছিল।
রয়টার্স জানিয়েছে, এতে ধারণা করা হচ্ছে যে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইরান, ইরাক ও সিরিয়ার নাগরিক থাকার তথ্য দিয়েছিল জাতিসংঘের সংস্থাগুলো।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরে সাড়ে ২৩ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশির মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়ে গেছেন।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার অভিযানে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের আকাশযানগুলো সহায়তা দিচ্ছে।