টেক্সাসের হিউস্টনে মিগোস ব্যান্ডের ২৮ বছর বয়সী এই র্যাপার তার চাচা ও ব্যান্ডমেটের সঙ্গে খেলছিলেন। সেখানেই তাকে গুলি করা হয়।
Published : 01 Nov 2022, 09:12 PM
যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে মিগোস ব্যান্ডের জনপ্রিয় তরুণ র্যাপার টেকঅফকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালি ভবনে তাকে গুলি করা হয়। সেখানে টেকঅফ তার চাচা ও ব্যান্ড সহযোগী কুয়াভোর সঙ্গে পাশা খেলছিলেন।
পুলিশ বলছে, ৪০-৫০ জন অতিথির উপস্থিতিতে ব্যক্তিগত একটি পার্টি চলাকালে কেউ টেকঅফের ওপর গুলি চালায়। নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনলেও গুলি কে ছুড়েছে তা দেখতে পায়নি।
পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মানুষের জটলা এবং ২০ এর কোঠার এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানিয়েছেন। তার মাথা কিংবা ঘাড়ে গুলি লেগেছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পুলিশ তৎক্ষণাৎ র্যাপার টেকঅফকে শনাক্ত করতে পারেনি। কিন্তু টেকঅফের প্রতিনিধি পরে এপি বার্তা সংস্থাকে গুলিতে এই র্যাপারেরই মৃত্যু হয়েছে বলে জানান।
তবে পুলিশ বিবিসি-কে বলেছে, তারা বিষয়টি নিহতের পরিবারকে না জানানো পর্যন্ত তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে না।
I remember @1YoungTakeoff being a very down to earth, cool dude. Cant believe I’m having to say this again about another young black star being killed for no reason, something really has to change in the industry, it’s sickening how easy & often people are dying. RIP Takeoff pic.twitter.com/VBguVkzBJ7
— Chris Eubank Jr (@ChrisEubankJr) November 1, 2022
২৮ বছর বয়সী এই তারকার আসল নাম ক্রিশ্নিক খারি বল। তার জন্ম ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের লরেন্সভিলে।
২০০৮ সালে তিনি একজন র্যাপার হিসাবে ক্যারিয়ার শুরু করেন। চাচা কুয়াভো এবং কাজিন অফসেটকে নিয়ে গড়ে তোলেন হিপ-হপ ব্যান্ড দল মিগোস। টেকঅফকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় র্যাপারদের একজন বলেই গণ্য করা হয়।
ঘাতককে ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তাছাড়া, তথ্যের জন্য জনগণের কাছে আবেদনও করা হয়েছে।
হত্যার শিকার হওয়ার আগে বোলিং অ্যালিতে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন টেকঅফ।