রাজশাহীতে ভুট্টার স্টার্চ থেকে ব্যাগ, হচ্ছে রপ্তানিও
পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের বিকল্প হিসেবে নানা ব্যাগ তৈরির চেষ্টা দেখা গেছে বিভিন্ন সময়। এবার ভুট্টার স্টার্চ থেকে ব্যাগ তৈরির ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন রাজশাহীর ব্যবসায়ী ইফতেখারুল হক। এতে তিনি সফলও হয়েছেন। পরিবেশবান্ধব এই ব্যাগ স্থানীয় বাজারে সাড়া ফেলেছে। রপ্তানিও করছেন ক্রিস্টাল বায়োটেকের সত্বাধিকারি ইফতেখারুল হক।