সিমেন্টের খুঁটিতে দিন ফিরেছে রহমানের

পেশাজীবনের শুরুটা হয়েছিল সিমেন্টের খুঁটি তৈরির একজন শ্রমিক হিসেবে। তারপর নিজের ভাগ্য নিজেই গড়েছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুর রহমান। এখন কারখানার মালিক তিনি।

তারিকুল হাসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 08:05 AM
Updated : 16 Nov 2023, 08:05 AM