তিন দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার পাহাড়ে চলছে ‘মুল বিঝু’। নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে চাকমা-মারমা-তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ মেতেছেন উৎসবে।