সিলেট টেস্ট: একের পর এক ব্যাটসম্যানের বাজে শটের মহড়ায় ইনিংস শেষ মাত্র ১৯১ রানেই
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার প্রথম সেশনের পর দেখা মেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির। তবে ওই বর্ষণের চেয়ে বেশি গতি ছিল বাংলাদেশের উইকেট পতনের। একের পর এক ব্যাটসম্যানের বাজে শটের মহড়ায় ইনিংস শেষ মাত্র ১৯১ রানেই।