ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান দাবি করছে, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত যেকোনো সময় সামরিক অভিযান চালাতে পারে। তাই আলোচনা হচ্ছে, পারমাণবিক শক্তিধরা এই দুই প্রতিবেশির সক্ষমতা নিয়ে। লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট পর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর তথ্যের ভিত্তিতে ভারত-পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।