ভারতীয় গণমাধ্যম জানায়, পুলিশ সুপারের নির্দেশে এফআইআরটি দায়ের করা হয়। এতে বলা হয়েছে যে শামির ভাই হাসিবের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং রাজপুত সিন্দার নামক আইডিকে হুমকির মেইল প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে। এফআইআর অনুসারে, ক্রিকেটারের কাছে এক কোটি রুপিও দাবি করেছেন।