২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
রোজায় যেসব পণ্যের চাহিদা লাফিয়ে বাড়তে দেখা যায়, সেগুলোর বাজার শান্ত রাখাটা সবসময়ই বড় চ্যালেঞ্জ। তাতে ভোজ্যতেল অবশ্যই পড়ে। রোজার আগ দিয়ে এর বাজারটাই এবার দেখা যাচ্ছে সবচেয়ে অস্থির।
শুক্রবার রাজধানীর বাজারগুলোয় মিনিকেট চালের গড় দাম ছিল ৮০ টাকার মত, যা গত সপ্তাহে বিক্রি হয় ৭৮ টাকায়। আর মাস খানেক আগে মিলত ৭৬ থেকে ৭৮ টাকায়।
“আমাদের কাছে মনে হয়েছে, একটা সাময়িক মজুতদারির ঘটনা ঘটছে।”
“দাম আগের মতই আছে, সাইজ একটু কমাইছি। না হলে তো চলতে পারব না; জিনিসপত্রের দাম যেমনে বাড়তেছে, চলা লাগব না?,” বলেন এক বিক্রেতা।
“খোলা সয়াবিনও দেখছি দাম বাড়ার পরও বিক্রেতারা বাড়তি দামে বিক্রি করছে; বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও মনোযোগী হওয়া উচিত,” বলেন এক ক্রেতা।
“পলিসিগুলো বাস্তবায়নের সময়টা দিতে হবে। এটা দুই তিন মাসের ব্যাপার নয়”, বলেন তিনি।