বিশ্বের অন্যতম বয়োবৃদ্ধ জনসংখ্যার দেশ জার্মানির শ্রমশক্তি কমে আসায় প্রযুক্তি খাতে এক লাখ ৩৭ হাজার চাকরীর পদ শূন্য রয়েছে।
Published : 01 Feb 2023, 01:17 PM
প্রতিদ্বন্দ্বী শ্রমবাজার ও কর্মী স্বল্পতার মুখে সফটওয়্যার নির্মাণের দক্ষতা থাকা শীর্ষ প্রতিভাগুলো খুঁজে বের করতে সিলিকন ভ্যালি থেকে ছাঁটাই করা হাজার হাজার কর্মীকে স্বাগত জানাতে মুখিয়ে রাছে বেশ কিছু জার্মান কোম্পানি।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত সিলিকন ভ্যালি সবসময়ই উচ্চাকাঙ্ক্ষী সফটওয়্যার নির্মাতা পেশাজীবীদের স্বর্গ হিসেবে বিবেচিত। এখানে তারা নিজস্ব পেশায় সেরা বেতনের পাশাপাশি সবচেয়ে অভিযাত পরিবেশে কাজ করার সুবিধা পেতেন। শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর বিশাল ছাঁটাই কার্যক্রম শেষে তাদেরকে সুযোগ দিতে আগ্রহী জার্মানি।
“তারা ছেড়ে দিলে, আমরা নেব।” --বলেন গাড়ি নির্মাতা ফোকসভাগেনের সফটওয়্যার অঙ্গপ্রতিষ্ঠান কারিয়াডের ‘চিফ পিপল অফিসার’ রেইনার জুগেহো।
“যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপে আমাদের বেশ কয়েকশ শূন্য পদ রয়েছে।”
মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দার শঙ্কায়, গুগলের মালিক কোম্পানি অ্যালফাবেট, মাইক্রোসফট ও ফেইসবুকের মালিক কোম্পানি মেটা থেকে সর্বমোট ৪০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে।
এদিকে, জার্মানিও মন্দার দ্বারপ্রান্তে ছটফট করছে। সাম্প্রতিক বছরগুলোয় দেশটির বিভিন্ন কোম্পানির প্রবৃদ্ধির গতি কমে গিয়েছে। আর ফ্যাক্সের মাধ্যমে ব্যবসা পরিচালনার জন্য আলাদা পরিচিতি পাওয়া দেশটি প্রযুক্তি খাতেও বিশাল লাফ দিতে চায় বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
প্রযুক্তি পর্যবেক্ষক সংস্থা বিটকমের তথ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম বয়োবৃদ্ধ জনসংখ্যার দেশ জার্মানির শ্রমশক্তি কমে আসায় প্রযুক্তি খাতে এক লাখ ৩৭ হাজার চাকরীর পদ পূরণ হয়নি।
দেশটির সরকার নিজেদের অভিবাসন নীতিমালা শিথিল করার পাশাপাশি দক্ষ অভিবাসীদের প্রলোভন দেখাতে নাগরিকত্বের ব্যবস্থাও সহজ করছে। আর এই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নিচ্ছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
“আমি আপনাদের বাভারিয়া অঙ্গরাজ্যে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি।” --এক লিংকডইন পোস্টে লিখেন বাভারিয়ার ডিজিটাল বিষয়ক মন্ত্রী জুডিথ গারল্যাক।
বিশেষ করে ইউরো ও ডলারের দামে সমতা আসায় কিছু সংখ্যক ইউরোপীয় কোম্পানি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে সফল কোম্পানিগুলোর মতো একই দরে অর্থ পরিশোধ করে। তবে, কেউ কেউ স্যান ফ্রান্সিসকোর মতো জায়গার তুলনায় এখানে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও তুলনামূলক কম খরচ প্রত্যাশা করেন।
“আমি কী অক্টোবারফেস্টের কথা উল্লেখ করেছি?” --যোগ করেন গারল্যাক। তিনি আরও বলেন, শক্তিশালী শ্রম সুরক্ষার জন্য মিউনিখের বিখ্যাত এই বিয়ার উৎসব নতুন চাকরিপ্রর্থীদের আকৃষ্ট করতে পারে।
বিটকমের বার্নহার্ড রোহলেডারের মতো কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিদের নিয়োগের জন্য জার্মানি কেবল অন্যান্য দেশে নয়, বরং নিজ দেশেও প্রতিযোগিতা করছে।
আমলাতন্ত্র আরেকটি চ্যালেঞ্জ হতে পারে জার্মানিতে: কাজের পারমিট ও নতুন নিয়োগ সুরক্ষিত করতে এরইমধ্যে মাসব্যাপী নিয়োগ কার্যক্রম বিলম্ব করছে দেশটির বিভিন্ন কোম্পানি।
“প্রথম দিকে, জার্মানিতে বেশিরভাগ যোগ্য কর্মীকে আমলাতন্ত্র একেবারে পঙ্গু করে দেয়, বিশেষ করে তারা যদি জার্মান ভাষায় কথা বলতে না পারেন।” --বলেন বার্লিন ভিত্তিক স্টার্টআপ লেন্ডিসের ভিপি ডায়ানা স্টোলেরু।