প্রসেসরের বাজারে দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ন্ত্রক ছিল পিসির বিক্রি। সে বাজারে মন্দার মধ্যে এআইকে দেখা হচ্ছে সম্ভাবনার নতুন নিয়ামক হিসাবে।
Published : 14 Jun 2023, 08:19 PM
এআই প্রযুক্তির জন্য তৈরি করা সর্বাধুনিক জিপিইউ এমআই৩০০এক্স এ বছরের শেষ নাগাদ গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে এএমডি।
এআই প্রযুক্তিতে ব্যবহৃত চিপের শতকরা ৮০ ভাগ বাজার বর্তমানে এনভিডিয়ার দখলে, এএমডির এই নতুন জিপিইউর ঘোষণা এনভিডিয়ার জন্য শক্তিশালী চ্যালেঞ্জ হিসাবে দেখছেন বিশ্লেষকরা– বলেছে সংবাদসংস্থা সিএনবিসি।
ওপেনএআইয়ের মতো কোম্পানিগুলো চ্যাটজিপিটি সদৃশ প্রযুক্তি বানাতে জিপিইউ ব্যবহার করছে।
এএমডি তাদের এই নতুন এআই চিপগুলোকে বলছে “এক্সেলারেটর”। কোম্পানিটির প্রতিযোগী এনভিডিয়াকে প্রতিস্থাপন করে এই জিপিইউগুলো ডেভেলপার ও সার্ভার নির্মাতাদের ধরতে পারলে, এএমডির জন্য তাদের প্রচলিত কম্পিউটার প্রসেসর ব্যবসার বাইরে নতুন পথ খুলে দেবে।
মঙ্গলবার স্যান ফ্রান্সিসকোতে এএমডি সিইও লিসা সু বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের বলেন এআইকে কোম্পানিটি “দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় এবং সর্বোচ্চ বিকাশের সম্ভবনা” হিসাবে দেখছে।
সু আরও বলেন “আমাদের হিসাব অনুসারে ডেটাসেন্টারভিত্তিক এখনকার বাৎসরিক তিন হাজার কোটি ডলারের বাজার বছরে ৫০ শতাংশ প্রবৃদ্ধিতে ২০২৭ সাল নাগাদ ১৫ হাজার কোটি ডলারে দাঁড়াবে।”
এএমডি তাদের এই নতুন চিপের দামের ব্যাপারে কিছু বলেনি। এই নতুন চিপের আগমন বাজারে থাকা এনভিডিয়ার ৩০ হাজার ডলার মুল্যের এইচ১০০ এর ওপর চাপ সৃষ্টি করতে পারে। জিপিইউর মুল্যহ্রাস পেলে আরও সাশ্রয়ী উপায়ে জেনারেটিভ এআই প্রযুক্তি তৈরি করা সম্ভব হবে।
প্রসেসরের বাজারে দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ন্ত্রক ছিল পিসির বিক্রি। সে বাজারে মন্দার মধ্যে এআইকে দেখা হচ্ছে সম্ভাবনার নতুন নিয়ামক হিসাবে।
গত মাসে এএমডি সিইও লিসা সু আয়ের বিবরণীতে বলেছিলেন এমআই৩০০এক্স-এর একটি নমুনা এ বছরের শরতে দেখা যাবে এবং পরের বছর বড় পরিসরে বাজারে আসবে। মঙ্গলবার চিপটির বিস্তারিত বৈশিষ্ট্য প্রকাশ করেন তিনি।
সু বলেন “এই চিপটি নিয়ে আমি মুগ্ধ।”
কী রয়েছে এমআই৩০০এক্স চিপে?
এএমডি বলেছে তাদের নতুন এমআই৩০০এক্স এবং এর সিডিএনএ’র নকশা বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং অন্যান্য আধুনিক এআই মডেলে ব্যবহার উপযোগী করে বানানো হয়েছে।
“একেবারে ভেতরে রয়েছে জিপিইউ গুলো। এই জিপিইউ গুলো এআই প্রযুক্তির উপযোগী।”
এমআই৩০০এক্স ১৯৩ জিবি মেমোরি ব্যবহার করতে পারে যা বাজারে প্রচলিত অন্যান্য জিপিইউর তুলনায় বড় এআই মডেল নিয়ে কাজ করতে পারবে। এর তুলনায় এনভিডিয়ার সর্বাধুনিক এইচ১০০ চিপটি কেবল ১২০ জিবি মেমোরি ব্যবহার করতে সক্ষম।
বিশাল আকারের ডেটা নিয়ে কাজ কারার কারণে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর প্রচুর মেমোরি ব্যবহার করতে হয়। নমুনা হিসাবে এএমডি এমআই৩০০এক্স ব্যবহার করে ফ্যালকন নামের চার হাজার কোটি প্যারামিটারের এআই মডেল চালিয়ে দেখিয়েছে। ওপেনআইয়ের জিপিটি-৩ মডেলটি সাড়ে ১৭ হাজার কোটি প্যারামিটার ব্যবহার করে বানানো হয়েছে।
“এআই মডেলগুলোর আকার দিনদিন বাড়ছে, এবং সর্বাধুনিক ল্যাঙ্গুয়েজ মডেলগুলো চালাতে একাধিক জিপিইউর দরকার পড়ছে” বলে সু যোগ করেন- এএমডির নতুন চিপগুলোতে সংযুক্ত অতিরিক্ত মেমোরির বাইরে ডেভেলপারদের আর অন্যকিছুর দরকার পড়বে না।
এএমডি বলছে তারা একটি ইনফিনিটি আর্কিটেকচারও বানাবে যেখানে একইসঙ্গে আটটি এমআই৩০০এক্স এক্সেলারেটর একটি মাত্র সিস্টেমে যোগ করা যাবে। এআই অ্যাপ্লিকেশনের জন্য একসঙ্গে আটটি বা তারচেয়েও বেশি জিপিইউ জুড়ে দেওয়ার পদ্ধতি ইতোপূর্বে বের করেছে এনভিডিয়া এবং গুগল।
এতদিন ধরে এআই নির্মাতাদের পছন্দের তালিকায় এনভিডিয়া ছিলো তার অন্যতম কারণ হচ্ছে এনভিডিয়ার চিপের জন্য সুগঠিত সফটওয়্যার প্যাকেজ সিইউডিএ, প্যাকেজটি দ্বারা চিপের কোরের হার্ডওয়্যার বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করা যায়।
মঙ্গলবার এএমডি বলেছে তারাও এআই চিপগুলোর জন্য নিজস্ব সফটওয়্যার আনছে, যার নাম ‘আরওসিএম’।
“এই এআই যাত্রায় একটি শক্তিশালী সফটওয়্যার সিস্টেম তৈরির মাধ্যমে আমাদের অবস্থান সুসংহত হয়েছে, যার মাধ্যমে যে কোনো ধরনের উন্মুক্ত মডেল, লাইব্রেরি, ফ্রেইমওয়ার্ক এবং টুলে ব্যবহার করা যাবে, বলেছেন এএমডির প্রেসিডেন্ট ভিক্টর প্যাং।