এ বছরের ২৮ মার্চ ক্রিপ্টোমুদ্রাটির দাম বেড়ে দাঁড়িয়েছিল ৪৮ হাজার দুইশ ৩৪ ডলারে। ওই তুলনায় বর্তমানে এর দাম কমেছে ৫৮ দশমিক সাত শতাংশ।
Published : 28 Aug 2022, 01:29 PM
আবার নামছে সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েনের দাম। শনিবার ২০ হাজার ডলারের নিচে নেমে গেছে ডিজিটাল ক্রিপ্টোমুদ্রাটির দাম, যা গত বছরের সর্বোচ্চ মূল্যের তুলনায় কমেছে ৬০ শতাংশ।
শনিবার বিটকয়েনের দাম দেড় শতাংশ কমে ১৯ হাজার নয়শ ৪৬ ডলারে নেমে গেছে, যা আগের দিনের তুলনায় দুইশ ৯৮ ডলার কম।
এ বছরের ২৮ মার্চ ক্রিপ্টোমুদ্রাটির দাম বেড়ে দাঁড়িয়েছিল ৪৮ হাজার দুইশ ৩৪ ডলারে। ওই তুলনায় বর্তমানে এর দাম কমেছে ৫৮ দশমিক সাত শতাংশ।
বিটকয়েনের এই পতনের কারণে শুক্রবার ভালো যায়নি মুদ্রাটির জন্য, যেখানে ওয়াল স্ট্রিটের গতানুগতিক মাপকাঠি থেকেও তিন শতাংশ কম দামে দিন শেষ করেছিল ডিজিটাল মুদ্রাটি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মুদ্রাটিতে এই ঝুঁকি এসেছে এর মূল্যহার নিয়ে ফেডারেল রিজার্ভ প্রধান জেরোমি পাওয়েল সতর্কবার্তা দেওয়ার পর। এ ছাড়া, মুদ্রাটির সুদের হারে কর্তৃপক্ষের পদক্ষেপের কারণে চিন্তার ভাজ পড়েছে বেশ কিছু বিনিয়োগকারীর কপালে।
“বিটকয়েন ২০ হাজার ডলারের নিচে নেমেছে কারণ এই সপ্তাহ শেষে এর দাম বাড়বে বলে প্রত্যাশা করছিলেন বিনিয়োগকারীরা।” --শনিবার বলেছেন লেনদেন বিষয়ক কোম্পানি ‘ওয়ান্ডা’র জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক এডওয়ার্ড ময়া।
“ফেড প্রধান পাওয়েলের চেয়েও সম্ভবত বেশি হতাশাগ্রস্থ ইউরোপীয় ও মধ্য এশিয়ার ব্যংকাররা। রোববার রাত থেকে একটি দুর্বল দিনের মানসিক প্রস্তুতি নিচ্ছেন অনেক ব্যবসায়ী।”
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে বিটকয়েনের দাম ২০ হাজার ডলারের নিচে নেমেছিল জুলাই মাসের মাঝামাঝি সময়ে।