ইইউ’র নতুন আইনে শিশুদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ, ক্ষতিকর এবং অবৈধ কন্টেন্ট ঠেকাতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরই বেশি দায় বর্তানো হয়েছে।
Published : 09 Nov 2023, 05:27 PM
অ্যালফাবেট মালিকানাধীন ইউটিউব এবং বাইটড্যান্স মালিকানাধীন টিকটকের কাছে অবৈধ এবং ক্ষতিকর কন্টেন্ট থেকে শিশুদের সুরক্ষা দিতে তারা ইইউর নতুন আইন কতোটা মেনে চলছে, তা ব্যাখ্যা চেয়ে তলব করতে পারে ইউরোপীয় ইউনিয়নের শিল্প প্রধান টিয়েরি ব্রেটন।
টিকটকের সিইও শও জি চিউকে ব্রেটন বলেন, প্ল্যাটফর্মটিতে গুজব ঠেকাতে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না। তার তিনদিন পর এর সঙ্গে অবগত এক সূত্রের বরাত দিয়ে কোম্পানি দুটোকে ডাকার বিষয়টি উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
ব্রেটন কোম্পানি দুটোর কাছে তথ্য চেয়ে বৃহস্পতিবার লিখে পাঠাবেন বলে জানিয়েছে সূত্র।
বিভিন্ন নির্বাচনের বৈধতা ও আচরণবিধি রক্ষা এবং অল্প বয়সীদের সুরক্ষায় টিকটকের কী ব্যবস্থা রয়েছে তার বিস্তারিত প্রদানের জন্য গতমাসে ব্রেটন কোম্পানিটিকে আট নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।
জিম্মি অপহরণের মতো ভিডিওসহ অন্যান্য সংঘাতপূর্ণ গ্রাফিক ভিডিওর হাত থেকে ইউরোপীয় শিশুদের রক্ষা করতে অ্যালফাবেটের সিইও সুন্দার পিচাইকে কোম্পানিটির দায়িত্বের কথা একই মাসে স্মরণ করিয়ে দেন ব্রেটন।
ইইউ’র নতুন আইন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এ যেসব অনলাইন কনটেন্ট ক্ষতিকর এবং অবৈধ ও শিশুদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ সেসব ঠেকাতে বিগ টেক কোম্পানিগুলোর ওপরই বেশি দায় বর্তানো হয়েছে।
সেইসঙ্গে কোনো প্ল্যাটফর্মের অ্যালগরিদম প্রক্রিয়ায় স্বচ্ছতা, বট ও টার্গেটেড বিজ্ঞাপন এবং অনিরাপদ ও নকল পণ্য রোধে কোম্পানিগুলোর ওপর কড়াকড়ি আরোপ করেছে ডিএসএ।
অন্যদিকে ডিএসএ লঙ্ঘনের দায়ে কোনো কোম্পানিগুলোকে তাদের বার্ষিক বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।