লড়াইয়ের প্রস্তুতি হিসেবে জিমে যাওয়ার যথেষ্ট সময় না পাওয়ায় নিজের অফিসেই ভারোত্তলেনের সরঞ্জাম আনিয়েছেন মাস্ক।
Published : 06 Aug 2023, 07:05 PM
মার্ক জাকারবার্গের সঙ্গে ইলন মাস্কের সম্ভাব্য ‘লোহার খাঁচায় লড়াই’ নিয়ে বেশ কিছু সময় ধরে জলঘোলা হয়েছে। এবার তাতে ফের ঘি ঢেলেছেন মাস্ক।
মাস্কের ভাষ্যমতে, জাকারবার্গের সঙ্গে তার প্রস্তাবিত লড়াইয়ের লাইভস্ট্রিম দেখাবে এক্স।
জুনের পর থেকেই লাস ভেগাসের ‘অক্টাগনে’ মিক্সড মার্শাল আর্টস লড়াই নিয়ে একে অপরকে খোঁচা দিয়ে যাচ্ছেন দুই সোশাল মিডিয়া টাইকুন।
“জাক বনাম মাস্ক’ লড়াইটি লাইভস্ট্রিম হবে এক্স-এ। এ থেকে আয় করা সকল অর্থ যাবে বয়োবৃদ্ধদের তহবিলে।” --রোববার সকালে এক পোস্টে বলেন মাস্ক। তবে, এই বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।
আরও পড়ুন
মার্ক জাকারবার্গের সঙ্গে ইলন মাস্কের লড়াই হবে লোহার খাঁচায়!
মাস্ক আরও বলেন, লড়াইয়ের প্রস্তুতি হিসেবে তিনি সারাদিন ভারোত্তলন করছেন। তিনি আরও যোগ করেন, জিমে যাওয়ার যথেষ্ট সময় না পাওয়ায় নিজের অফিসেই ভারোত্তলেনের সরঞ্জাম আনিয়েছেন।
এক ব্যবহারকারী মাস্কের কাছে এই লড়াইয়ের কারণ জানতে চাইলে এর জবাবে তিনি বলেন, ‘এটা যুদ্ধেরই সভ্য রূপ। আর পুরুষ যুদ্ধ ভালবাসে’।
মাস্কের ওই পোস্ট সম্পর্কে মন্তব্য জানতে চাইলে রয়টার্সকে সাড়া দেয়নি মেটা।
ঘটনার সূত্রপাত ঘটে ২০ জুন। সে সময় মাস্ক বলেন, তিনি জাকারবার্গের সঙ্গে ‘লোহার খাঁচায় লড়াই’ করতে চান।
জাকারবার্গ ‘জুজুৎসু’ ঘরানার মার্শাল আর্টে প্রশিক্ষিত বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
“লোকশন পাঠাও।”--সে সময় মাস্কের টুইট বার্তার স্ক্রিনশটের সঙ্গে লিখেছিলেন মার্ক।
তার জবাবে মাস্ক লেখেন “ভেগাস অক্টাগন”।
অষ্টভুজ আকৃতির এই লোহার খাঁচা নেভাডার লাস ভেগাসে অবস্থিত, যেখানে ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)’র প্রতিযোগিতা আয়োজিত হয়।