শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া ও সার্বিকভাবে শুক্রাণুর গুণমান কমাতে যেসব রাসায়নিক উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম মাইক্রোপ্লাস্টিক।
Published : 20 Apr 2025, 06:34 PM
বিশ্বে প্রথমবারের মতো নারীর ডিম্বাশয়ের ফলিকুলার তরলে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের ক্ষুদ্র কণার সন্ধান পেয়েছেন গবেষকরা, যা নারীদের সন্তান জন্মদানে বিষাক্ত পদার্থের সম্ভাব্য প্রভাব সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বলে দাবি তাদের।
গবেষণায় ইতালির সালের্নো শহরের এক ফার্টিলিটি ক্লিনিকে প্রজনন চিকিৎসাধীন ১৮ জন নারীর ডিম্বাশয়ে ফলিকুলার মাইক্রোপ্লাস্টিক পরীক্ষা ও ১৪ জনের ক্ষেত্রে তা শনাক্ত করেছেন গবেষকরা।
তারা বলছেন, ডিম্বাশয়ের ফলিকুলার তরল মূলত ডিম্বাণু বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও জৈব রাসায়নিক সংকেত সরবরাহ করে। প্লাস্টিকের কণা দিয়ে সেই প্রক্রিয়া দূষিত হওয়ার ফলে নারীর উর্বরতা, হরমোনের ভারসাম্য ও সামগ্রিক প্রজনন স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ার ভয় বেশি।
‘ইউনিভার্সিটি অফ রোম’-এর গবেষক ও এ গবেষণার প্রধান লেখক লুইজি মন্টানো বলেছেন, মাইক্রোপ্লাস্টিক কীভাবে ও কেন নারীদের প্রজনন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে তা বোঝার জন্য এ গবেষণার ফলাফল বড় একটি ধাপ।
গবেষকরা পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চের তলদেশ পর্যন্ত বিস্তৃত পরিবেশ জুড়ে মাইক্রোপ্লাস্টিক ও আরও ছোট ন্যানোপ্লাস্টিক শনাক্ত করেছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
সাম্প্রতিক গবেষণায় পরীক্ষিত সব ধরনের মাংস ও উৎপাদিত পণ্যেও প্লাস্টিকে কণার সন্ধান পেয়েছেন গবেষকরা।
তারা বলছেন, প্লাস্টিকের এসব কণা ক্ষতিকর। কারণ, এগুলোতে ১৬ হাজারের মতো রাসায়নিক উপাদান থাকতে পারে। যার মধ্যে রয়েছে, পিএফএএস, বিসফেনল ও ফ্যালেটসের মতো বিষাক্ত যৌগ, যা মানবদেহে ক্যান্সার, নিউরোটক্সিসিটি, হরমোনে ব্যাঘাত ও দেহের বৃদ্ধিজনিত সমস্যার সঙ্গে জড়িত।
এর আগে, মানবদেহের বিভিন্ন অংশে বিশেষ করে মস্তিষ্ক ও প্ল্যাসেন্টাল পর্দায় মাইক্রোপ্লাস্টিকের সন্ধান মিলেছে।
সর্বশেষ এ গবেষণাপত্রটি গবেষক মন্টানোর নেতৃত্বাধীন বড় এক প্রকল্পের অংশ, যেখানে মানুষের মূত্র ও বীর্যেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন তিনি। পাশাপাশি নারীদের উর্বরতার ওপর এর নানা প্রভাবও পরীক্ষা করছেন।
মন্টানো বলেছেন, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া ও সার্বিকভাবে শুক্রাণুর গুণমান কমাতে যেসব রাসায়নিক উপাদান রয়েছে তার মধ্যে অন্যতম মাইক্রোপ্লাস্টিক।
“শুক্রাণু কমার প্রমাণ পেয়েছি আমরা, বিশেষ করে যেসব এলাকায় দূষণ বেশি সেসব অঞ্চলের বেলায়,” বলেছেন মন্টানো।
তিনি আরও বলেছেন, এসব পদার্থের বিষাক্ত প্রভাবের প্রতি পুরুষরা বেশি সংবেদনশীল হলেও এর প্রভাবে আক্রান্ত হতে পারেন নারীরা। ফলে ডিম্বাশয়ের পরিপক্কতা ও নিষেকের সক্ষমতা কমে যেতে পারে। ইঁদুরের ওপর করা আরেকটি গবেষণায় ডিম্বাশয়ের টিস্যুতে পরিবর্তন দেখা গেছে।
এ গবেষণায় অংশগ্রহণকারী নারীদের মধ্যে “মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব ও প্রজনন স্বাস্থ্যের মধ্যে সম্ভাব্য সম্পর্কের” কথা উল্লেখ রয়েছে।
মন্টানো বলেছেন, বিসফেনল, থ্যালেটস, পিএফএএস ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মাইক্রোপ্লাস্টিককে “ট্রোজান হর্স” হিসেবে ব্যবহার করে নারীদের দেহে ও ডিম্বাশয়ে প্রবেশ করে, যা “খুবই ক্ষতিকর”। এসব রাসায়নিক পদার্থ এরইমধ্যে হরমোনের কাজে ব্যাঘাত ঘটানো ও নারীদের প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করার জন্য সুপরিচিত।
‘ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো’র জিয়াওঝং ইউ বলেছেন, ডিম্বাশয়ের ফলিকুলার ফ্লুইডে প্লাস্টিকের ক্ষুদ্র কণা মেলার গবেষণাটি “খুবই গুরুত্বপূর্ণ সন্ধান”। তবে এর প্রভাব ও ক্ষতির মাত্রা নির্ধারণের জন্য আরও গবেষণার প্রয়োজন।
গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ইকোটক্সিকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সেইফটি’তে।