তবে, এ দুটি ধারণাই এখনও অ্যাপলের অভ্যন্তরীণ গবেষণা পর্যায়ে রয়েছে, যেখানে স্মার্ট পণ্যের চেয়ে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় বেশি অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে।
Published : 26 Feb 2024, 03:04 PM
ভবিষ্যতে অ্যাপলের সম্ভাব্য পরিধানযোগ্য পণ্য হিসেবে বাজারে আসতে পারে এআই চালিত স্মার্টগ্লাস ও ক্যামেরাওয়ালা এয়ারপড, এমনই অনুমান প্রকাশ করেছেন সুপরিচিত এক অ্যাপল বিশ্লেষক।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের নিউজলেটার ‘পাওয়ার অন’-এ অ্যাপলের সম্ভাব্য পণ্য নিয়ে এ ভবিষ্যদ্বাণী দিয়েছেন মার্ক গারম্যান। তবে, এ দুটি ধারণাই এখনও অ্যাপলের অভ্যন্তরীণ গবেষণা পর্যায়ে রয়েছে, যেখানে স্মার্ট পণ্যের চেয়ে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনায় বেশি অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
সম্ভাব্য স্মার্টগ্লাস এয়ারপডের ‘পরিপূরক’ হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যেখানে তুলনামূলক বেশি সেন্সর, এআই ফিচার ও দীর্ঘমেয়াদি ব্যাটারি থাকবে। গারম্যানের মতে, এটি ভিশন প্রো’র চেয়ে সাশ্রয়ী গ্যাজেট হিসেবে কাজ করার সম্ভাবনা থাকলেও এতে ভালোমানের ট্রান্সপারেন্ট ডিসপ্লেওয়ালা অগমেন্টেড রিয়ালিটিওয়ালা ‘এআর ফেইস’ কম্পিউটারের সুবিধা মিলবে না, যেটি অ্যাপল তৈরির চেষ্টা করছে।
গারম্যান লিখেছেন, স্মার্টগ্লাসগুলোকে বরং মেটার রে-ব্যান স্মার্টগ্লাসের সঙ্গে তুলনা করা যায়, যেখানে ক্যামেরা ও ব্যবহারকারীর সঙ্গে কথা বলার মতো ‘এআই অ্যাসিস্ট্যান্ট’ থাকলেও কোনও ডিসপ্লে নেই।
এ ছাড়া, গত বছর অ্যাপল ‘বি৭৯৮’ কোডনামের ক্যামেরাওয়ালা এয়ারপড নিয়ে কাজ শুরু করেছে, এমন খবরও চাউর হয়েছে। ভার্জ বলছে, কোম্পানির এই লক্ষ্য অর্জিত হলে তা আকারে হালের এয়ারপডগুলোর মতোই হবে, যেখানে সংযুক্ত থাকবে কম রেজুলিউশনওয়ালা ক্যামেরা। আর ব্যবহারকারীর দৈনিক রুটিনে সহায়তার জন্য এতে এআই প্রযুক্তিও যোগ হতে পারে।
কোম্পানির প্রচলিত পণ্যে সুবিধা বাড়িয়ে নিজস্ব পরিধানযোগ্য সামগ্রীর তালিকা বাড়ানোর লক্ষ্য নিয়েছে অ্যাপল। আর এয়ারপডে ক্যামেরা যোগ করার বিষয়টি তেমন চমকপ্রদ ধারণা মনে না হলেও এতে জেনারেটিভ এআই প্রযুক্তি যোগ করার পরিকল্পনা করছে মার্কিন এ টেক জায়ান্ট। তাই, মানুষ যে কেবল ফেইস কম্পিউটারই নয়, বরং পরিধানযোগ্য ক্যামেরাও ব্যবহারের সুযোগ পাবে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
গারম্যান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরেই অ্যাপলের স্মার্ট রিং বানানোর ধারণাটি চমকপ্রদ শোনালেও কোম্পানির পরিধানযোগ্য পণ্যের ক্যাটেগরিতে এর প্রমাণ এখনও মেলেনি।
সে তুলনায় এআর গ্লাস নিয়ে বেশি কাজ করেছে কোম্পানিটি। আর মেটাও এমন স্ক্রিনবিহীন স্মার্টগ্লাস তৈরির দিকে মনযোগ দেওয়ায় অ্যাপলের এই পরিকল্পনাও যুক্তিসঙ্গত।