ঢাকায় কোরীয় ড্রোনের প্রদর্শনী

ড্রোনের বহুমুখী ব্যবহারে সরকার ও ব্যবসায়ীদের মনোযোগ আকর্ষণে এ আয়োজন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2022, 06:23 PM
Updated : 15 Nov 2022, 06:23 PM

দুদেশের মধ্যে সহযোগিতা নতুন ক্ষেত্রে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে বুধবার ঢাকায় হতে যাচ্ছে ‘বাংলাদেশ-কোরিয়া ড্রোন রোড শো’।

বুধবার বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠেয় আধাবেলার আয়োজনে মানববিহীন উড়ালযানের (ইউএভি) বিষয়ে আলোচনার পাশাপাশি ড্রোনের প্রদর্শনী হবে।

অনুষ্ঠানের ঘোষণা দিয়ে ঢাকায় কোরীয় দূতাবাস জানিয়েছে, কোরিয়া ও বাংলাদেশের মধ্যে উদ্ভাবনী প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ বিকাশের বিষয়ে এতে তুলে ধরা হবে।

দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং কোরিয়া ইনস্টিটিউট অব এভিয়েশন টেকনোলজির প্রতিনিধিদের পাশাপাশি দুদেশের সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন।

এ আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে ঢাকায় কোরীয় রাষ্ট্রদূত লি জাং-কুন বলেন, এভিয়েশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সফটওয়্যার ও সেন্সর প্রভৃতি খাতে ড্রোনের ব্যবহার বাংলাদেশের উদ্ভাবনী প্রবৃদ্ধিকে সহায়তা করবে।

ড্রোন প্রযুক্তির গুরুত্ব ও এর বহুমুখী ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সরকার ও ব্যবসায়ীদের মনোযোগ আকর্ষণই এ রোড শো’র মূল উদ্দেশ্যে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও রোড শোতে আলোচনায় অংশগ্রহণের সুযোগ থাকছে বলে বলে জানিয়েছে কোরীয় দূতাবাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে কোরিয়ার কোম্পানিগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে ব্যবহৃত বিভিন্ন ড্রোন উপস্থাপন করবে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও রাষ্ট্রদূত লি জাং-কুন উপস্থিত থাকবেন।