থ্রেডস-এ দেওয়া এক পোস্টে মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেন, মাইক্রোব্লগিং সেবাটিতে ‘ট্রেন্ডিং নাও’ ফিচার চালু হতে যাচ্ছে, যা আপাতত ব্যবহারের সুযোগ পাবেন সকল মার্কিন ব্যবহারকারী।
Published : 20 Mar 2024, 12:29 PM
‘টুইটার কিলার’ হিসেবে পরিচিত থ্রেডস অ্যাপে কী ধরনের কথোপকথন হয়, অবশেষে তার সম্ভাব্য দৃশ্যপট দেখানোর সুবিধা চালু করছে মেটা।
থ্রেডস-এ দেওয়া এক পোস্টে মেটা প্রধান মার্ক জাকারবার্গ বলেন, মাইক্রোব্লগিং সেবাটিতে ‘ট্রেন্ডিং নাও’ ফিচার চালু হতে যাচ্ছে, যা আপাতত ব্যবহারের সুযোগ পাবেন সকল মার্কিন ব্যবহারকারী।
ফেব্রুয়ারিতে ফিচারটি নিয়ে পরীক্ষা শুরু করে মেটা, যেখানে ‘ব্যবহারকারীর তাৎক্ষণিক সম্পৃক্ততার ভিত্তিতে’ বিভিন্ন টপিক শনাক্ত করার উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়।
ফিচারটি দেখা যাবে থ্রেডসের সার্চ পেইজ ও ব্যবহারকারীর ‘ফর ইউ’ ফিডের বিভিন্ন পোস্টের মাঝখানে।
আপাতত ফিচারটি সীমিত পরিসরে চালু হয়েছে, যেখানে একই সময়ে কেবল পাঁচটি ট্রেন্ডিং টপিক দেখাচ্ছে অ্যাপটি। এর সম্ভাব্য কারণ, টপিকের তালিকাটি তুলনামূলক নির্ভুল রাখা ও টুইটারে (বর্তমানে এক্স)-এ ফিচারটির যে ধরনের কারিগরি ত্রুটি দেখা গিয়েছে, তা এড়ানো।
এ বিষয়ে মেটা বলে আসছে, এর জন্য তারা মানব ‘কনটেন্ট বিশেষজ্ঞ’ নিয়োগ দিয়েছে, যারা বিভিন্ন টপিক রিভিউ করার পাশাপাশি বিভিন্ন ট্রেন্ড কোম্পানির নিরাপত্তা নীতিমালা মেনে চলে কি না, তা নিশ্চিত করে।
তবে, থ্রেডসে ট্রেন্ডস ফিচারটি চালু করার বিষয়ে অনেকেই অনুরোধ জানিয়ে আসছিলেন। ফিচারটি চালু হওয়ার আগ পর্যন্ত, ব্যবহারকারীর নিজস্ব ফিডের বাইরে থাকা অন্যান্য ব্যবহারকারী কী বিষয়ে কথা বলছেন, তা জানার সুযোগ সীমিত ছিল ব্যবহারকারীর জন্য।
এ ছাড়া, ব্যবহারকারীকে বৈশ্বিক খবর ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াকিবহাল থাকার সুযোগও দেবে ট্রেন্ডস ফিচারটি। তবে, থ্রেডসে সংবাদভিত্তিক কনটেন্ট রাখার বিষয়ে বরাবরই ‘নিরুৎসাহ’ দিয়েছে মেটা।