ব্যবহারকারীদের কাছ থেকে “ভালো সাড়া” পাওয়ার কারণে এসব ফিচার “আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে” অনুপ্রাণিত হয়েছে গুগল।
Published : 18 Apr 2025, 05:37 PM
জেমিনাইয়ের লাইভ ভিডিও ও স্ক্রিন শেয়ারিং ফিচার এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। এসব ফিচার উন্মোচনের কয়েক সপ্তাহ পরই এমন ঘোষণা দিল গুগল।
সকল পিক্সেল ৯ ও স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ স্মার্টফোন ব্যবহারকারীর কাছে এবং জেমিনাই অ্যাপ’সহ অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ পরিকল্পনার মাধ্যমে এসব ফিচার পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে গুগল বলেছে, ব্যবহারকারীদের কাছ থেকে “ভালো সাড়া” পাওয়ার কারণে এসব ফিচার “আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে” অনুপ্রাণিত হয়েছে তারা।
We’ve been hearing great feedback on Gemini Live with camera and screen share, so we decided to bring it to more people ✨
Starting today and over the coming weeks, we're rolling it out to *all* @Android users with the Gemini app. Enjoy!
PS If you don’t have the app yet,… https://t.co/dTsxLZLxNI
— Google Gemini App (@GeminiApp) April 16, 2025
জেমিনাইয়ের লাইভ ভিডিও ও স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে ব্যবহারকারী তার ডিভাইসের স্ক্রিনে বা সরাসরি তার সামনে থাকা যে কোনও বিষয়ে প্রশ্ন করতে পারেন।
কোনও পোশাকের ছবি তুলে এতে কি কি উপাদান রয়েছে সে সম্পর্কে তথ্য পেতে জেমিনাইকে প্রশ্ন করা যাবে৷ ইন্টারনেটে খুঁজে পাওয়া এমন কিছু সম্পর্কেও প্রশ্ন করা যাবে, বিশেষ করে কোনও গল্পের শব্দ যা আগে কখনও শোনেননি এমন কিছুর বেলায়।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেমিনাই অ্যাপের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন অ্যান্ড্রয়েড ডিভাইসে এসব ফিচার চালু করবে মার্কিন সার্চ জায়ান্টটি।
কোম্পানিটির একজন মুখপাত্র বলেছেন, এসব ফিচার “২ জিবি বা তার বেশি র্যাম’সহ অ্যান্ড্রয়েড ১০ ও এর বেশি ডিভাইসে চলবে”।