আইফোনের স্বাস্থ্য অ্যাপের একটি বড় সংস্কারের অংশ হিসাবে আসবে এ এআই মডেল। ‘হেলথ প্লাস’ নামে ডাকা হতে পারে মডেলটিকে।
Published : 02 Apr 2025, 04:47 PM
অ্যাপল এমন এক এআইনির্ভর ডাক্তার তৈরির পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীর ফোন থেকেই সেবা দিতে পারবে বলে উঠে এসেছে নতুন এক প্রতিবেদনে।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ‘প্রজেক্ট মালবেরি’ নামের এই পরিকল্পনায় এমন এক এআই এজেন্ট তৈরির চেষ্টা করছে অ্যাপল, যা একজন সত্যিকারের ডাক্তারের প্রতিরূপ তৈরি করতে পারবে।
প্রতিবেদন বলছে, সিস্টেমটিকে প্রকৃত ডাক্তারদের মাধ্যমে প্রশিক্ষিত করছে অ্যাপল, যাতে ডাক্তাররা যে ধরনের পরামর্শ দেবেন, এআই ব্যবহার করে সে অনুযায়ী সেবা দিতে পারে এআই মডেলটি।
আইফোনের স্বাস্থ্য অ্যাপের একটি বড় সংস্কারের অংশ হিসাবে আসবে এ এআই মডেল। ‘হেলথ প্লাস’ নামে ডাকা হতে পারে মডেলটিকে, যা অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
এজন্য নতুন এআই সিস্টেমটি এরইমধ্যে বিভিন্ন অ্যাপল পণ্য ও পরিষেবা বিশেষ করে অ্যাপল ওয়াচ থেকে বিশাল আকারের স্বাস্থ্য ডেটা সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এরপর এ সিস্টেমটি এআই ব্যবহার করে সেইসব তথ্য বিশ্লেষণ করবে, ও একজন ডাক্তার যে ধরনের নির্দেশনা দেবেন তা ব্যবহারকারীদের সরবরাহ করবে বলে উঠে এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনে।
এতে অন্যান্য তথ্যও এতে যোগ করতে পারে অ্যাপল, যা এখনও পর্যন্ত কোম্পানিটির অফারের কেন্দ্রীয় অংশ ছিল না। যেমন– এর মধ্যে ব্যবহারকারীদের খাবারের তথ্য ট্র্যাকিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, সমাজে অ্যাপলের সবচেয়ে বড় অবদান হবে স্বাস্থ্যখাতে।
যেমন– ব্যবহারকারীদের সুস্থতার উন্নতির জন্য বিভিন্ন ধরনের টুল তৈরি করেছে কোম্পানিটি, যেখানে অ্যাপল ওয়াচের মতো কেবল বড় পণ্যই নয়, বরং নতুন শ্রবণ টুলের মতো ছোট বিভিন্ন সফটওয়্যার আপডেটও রয়েছে।