যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহর থেকে ৫৬ কিলোমিটার দূরে পরিকল্পিত এই শহরের সম্ভাব্য নাম ‘স্নেইলব্রুক’।
Published : 12 Mar 2023, 03:26 PM
মার্কিন ধনকুবের ইলন মাস্ক সম্ভবত এমন এক ‘কোম্পানি টাউন’ বানানোর পরিকল্পনা করছেন, যেখানে তার কোম্পানি টেসলা, বোরিং ও স্পেসএক্সের কর্মীদের জন্য আবাসিক সুবিধা থাকবে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহর থেকে ৫৬ কিলোমিটার দূরে পরিকল্পিত এই শহরের সম্ভাব্য নাম ‘স্নেইলব্রুক’।
টেক্সাসের ব্যাসট্রপ কাউন্টিতে থাকা বোরিং ও স্পেসএক্স-এর দপ্তরের পাশে একশ ১০টি বাড়ি তৈরির পরিকল্পনার বিষয়টি উল্লেখ রয়েছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নালের হাতে আসা নথিতে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর অবকাঠামো নির্মাণ কোম্পানি বোরিংয়ের কর্মীদের বাড়ি নেওয়ার আবেদন জানানোর আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর জন্য তাদের প্রতিটি দুই বা তিন বেডরুমের বাসা নিতে মাসে গুণতে হতে পারে আটশ ডলার। আর ব্যাসট্রপে মাঝামাঝি পর্যায়ের বাসা ভাড়া নিতে মাসে দুই হাজার দুইশ ডলার খরচ পড়ায় বাজার মূল্যের তুলনায় কম অর্থ পরিশোধের সুবিধা পাবেন কর্মীরা।
এর পরও, এই শহরে থাকা কর্মীরা আরও বেশি নিয়ন্ত্রণে চলে আসবে মাস্কের। তার ব্যবসা থেকে বেতন নেওয়ার পাশাপাশি তাকে বাড়ি ভাড়াও প্রদান করতে হতে পারে কর্মীদের।
কোনো কর্মী বোরিং থেকে ছাঁটাই হলেও বাড়ি ছাড়ার জন্য তিনি ৩০ দিনের সময় পাবেন বলে উঠে এসেছে প্রতিবেদনে।
মাস্কের অন্যান্য কোম্পানি থেকে স্নেইলব্রুকের হাউজিংয়ে আবেদনের বিষয়টি নিয়েও আলোচনা করেছেন তার নির্বাহীরা। ব্যাসট্রপ শহর থেকে টেসলা’র ‘টেক্সাস গিগাফ্যাকটরি’তে গাড়িতে যেতে সময় লাগে কেবল ৩০ মিনিট।
এই শহরের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে আছে একটি বাড়িকে সর্বোচ্চ ১৫ জন পর্যন্ত শিক্ষার্থীর মনটেসরি স্কুলে রূপান্তরের মতো বিষয়টিও। এর মাধ্যমে মাস্ক নিজের পৌরসভার জন্য কিছু নীতিমালা নির্ধারণের সুযোগ পাবেন। পাশাপাশি, মেয়র নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টিও রয়েছে।
এর আগের রেকর্ড দেখাচ্ছে, গত কয়েক বছরে অস্টিন এলাকায় সাড়ে তিন হাজার একরের জমি অধিগ্রহণ করেছে মাস্ক মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান। শোনা যাচ্ছে, গত বছর এই সম্ভাব্য শহরের ধারণা নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছেন মাস্ক, তার প্রকৌশল নকশাবিদ, তার সাবেক বান্ধবী গ্রাইমস ও ইয়ে (আগে কানিয়ে ওয়েস্ট নামে পরিচিত)। তবে, সেইসব আলোচনায় কিছুই চূড়ান্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।