ব্যবহারকারী যোগ দিতে পারেন, এমন বেশ কিছু বড় সার্ভারের লিঙ্ক শেয়ার বন্ধ করেছে টুইটার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘সোশাল’ নামের চ্যানেলটিও ছিল।
Published : 17 Dec 2022, 07:23 PM
প্রতিদ্বন্দ্বী সামাজিক প্ল্যাটফর্ম মাস্টোডনের কয়েকটি লিঙ্ক শেয়ারের সুবিধা বন্ধ করেছে টুইটার।
মাস্টোডন বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকে। এগুলো ‘সার্ভার’ নামে পরিচিত। এর উদাহরণ হিসেবে ধরা যায়, ‘ইউকে’, ‘স্নুকার’, ‘সিকিউরিটি’ ইত্যাদি।
ব্যবহারকারী যোগ দিতে পারেন, এমন বেশ কিছু বড় সার্ভারের লিঙ্ক শেয়ার বন্ধ করেছে টুইটার। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘সোশাল’ নামের চ্যানেলটিও ছিল।
আর ব্যবহারকারীর অ্যাকাউন্টের পরিচিতি অংশে মাস্টোডন অ্যাকাউন্টের লিঙ্ক যোগ করতেও বাধা দিচ্ছে টুইটার। টুইটারের দাবি, এগুলো ‘ম্যালওয়্যার’।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এমন কোনো প্রমাণই মেলেনি যে মাস্টোডনে ম্যালওয়্যার আছে- ম্যালওয়্যার থাকা সফটওয়্যার ব্যবহারকারীর ডিভাইসের ক্ষতি করে।
মাস্টোডন বলেছে, নভেম্বরে লাখ লাখ ব্যবহারকারী পেয়েছে তারা। এর মধ্যে অনেক ব্যবহারকারীই টুইটারের বিকল্প প্ল্যাটফর্ম খুঁজছিলেন।
সবচেয়ে জনপ্রিয় ‘মাস্টোডন ডটসোশাল’সহ ১০টির বেশি সার্ভারের লিঙ্ক পোস্ট করতে পারেনি বিবিসি। এগুলোর একটি হলো সাংবাদিকদের সার্ভার। এ ছাড়া, যুক্তরাজ্যের জনগণের জন্য তৈরি সার্ভারের লিঙ্কও পোস্ট করা সম্ভব হয়নি।
তবে, মাস্টোডনে নেওয়া সকল লিঙ্ক বন্ধও হয়নি। আর এতে প্রবেশের ভিন্ন উপায়ও আছে।
টুইটারে সফলভাবেই নিজস্ব মাস্টোডন অ্যাকাউন্টে প্রবেশের ‘রেফারেন্স’ দিতে পেরেছেন বিবিসি’র প্রযুক্তি সম্পাদক জোয়ি ক্লাইনম্যান। কারণ, এটি কোনো ‘ক্লিক করার মতো লিঙ্ক’ ছিল না।
তবে, ওই রেফারেন্সকে ‘ক্লিকএবল লিঙ্কে’ পরিণত করার চেষ্টা করলে, সেটি টুইটারে দেখা যাবে না।
টুইটারে মাস্টোডনের কতগুলো সার্ভার ব্লক হয়েছে, বা কেন হয়েছে, ওই বিষয়গুলো পরিষ্কার নয়।
“আমরা আপনার অনুরোধ রাখতে পারছি না কারণ টুইটার বা আমাদের সহযোগীরা একে সম্ভাব্য ক্ষতিকারক লিঙ্ক হিসেবে চিহ্নিত করে।” --লিঙ্ক পোস্ট করতে চাওয়া ব্যবহারকারীকে এই বার্তা দেখাচ্ছে টুইটার।
কয়েকটি লিঙ্ক বন্ধের পাশাপাশি সামাজিক প্ল্যাটফর্মটিতে থাকা মাস্টোডনের মূল অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে টুইটার।
বৃহস্পতিবার বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ‘@joinmastodon’ নামের টুইটার অ্যাকাউন্ট। এর আগে সাইটের বিভিন্ন ফিচার নিয়ে বিজ্ঞাপন দেখা যেতো এতে।