অ্যাপল ওয়াচ মডেলের ব্যাটারি ফুলে ওঠার কারণে যুক্তরাষ্ট্রের ‘নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়া’র ডিস্ট্রিক্ট কোর্টে ক্লাস অ্যাকশন মামলার মুখে পড়ে কোম্পানিটি।
Published : 03 Feb 2025, 05:16 PM
অ্যাপল ওয়াচের ব্যাটারি ফুলে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে ক্লাস অ্যাকশন মামলা নিষ্পত্তিতে দুই কোটি ডলার দিতে রাজি হয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
ক্লাস অ্যাকশন মামলার দুই কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে অ্যাপল ওই ওয়াচ ব্যবহার করেছেন এমন ব্যবহারকারীদের দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এর আগে, অ্যাপল ওয়াচ মডেলের ব্যাটারি ফুলে ওঠার কারণে যুক্তরাষ্ট্রের ‘নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়া’র ডিস্ট্রিক্ট কোর্টে ক্লাস অ্যাকশন মামলার মুখে পড়ে কুপারটিনোভিত্তিক এই কোম্পানিটি।
মামলায় দাবি ছিল, অ্যাপলের প্রথম প্রজন্মের সিরিজ ১, সিরিজ ২ ও সিরিজ ৩ ওয়াচের কিছু মডেলের মধ্যে রয়েছে ব্যাটারি ফুলে যাওয়ার প্রবণতা, যা এসব ডিভাইসের ক্ষতির কারণ হতে পারে।
এ দাবি অস্বীকার করেছে অ্যাপল এবং আরেক প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে দেওয়া বিবৃতিতে বলেছে, মামলায় করা দাবির সঙ্গে তারা ‘জোরালোভাবে’ দ্বিমত পোষণ করেছে। তবে ‘আরও মামলা এড়ানোর জন্য’ এই মামলা নিষ্পত্তি করতে রাজি হয়েছে তারা।
তবে এই জরিমানার অর্থের সঠিক পরিমাণ নির্ভর করবে শেষ পর্যন্ত কতজন অ্যাপল ব্যবহারকারী যোগ্য দাবিদার হবেন তার ওপর। ধারণা করা হচ্ছে, প্রতিটি যোগ্য ডিভাইসের ব্যবহারকারীকে ২০ ডলার থেকে ৫০ ডলারের মধ্যে দেবে কোম্পানিটি।
অ্যাপলের ওয়েবসাইটে ক্লাস অ্যাকশন মামলার জন্য যোগ্যতা ও সময়সীমার পুরো তথ্য দেওয়া আছে। তবে মূল বিষয়টি হচ্ছে, এই অর্থ পেতে হলে যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের ২৪ এপ্রিল থেকে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীকে সমস্যাটি কোম্পানিকে জানাতে হবে।
ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, “এ দাবিদার ফর্ম জমা দেওয়ার প্রয়োজন ছাড়াই অর্থ পাবেন সেটেলমেন্ট ক্লাসের সদস্যরা।” এজন্য তাদেরকে কেবল ১০ই এপ্রিলের মধ্যে সেটেলমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পাওয়ার তথ্য জমা দিতে হবে।
এ অর্থ পাওয়ার জন্য কারা যোগ্য হয়েছেন সেই তথ্য ব্যবহারকারীদের ডাক ও ইমেইলের মাধ্যমে পাঠাবে অ্যাপল।