এটি দেখতে অনেকটা ফাইটার জেট-এর ‘ককপিট’-এর মতো। কোনো ব্যক্তি গোসল করার জন্য এর মাঝখানে বসলে, যন্ত্রটি পানি দিয়ে ভরে ওঠে।
Published : 24 Nov 2024, 02:05 PM
সুইমিং পুল, জাকুজি’র কথা ভুলে যান। শীঘ্রই নতুন আলোচনার বিষয় হতে পারে ‘হিউম্যান ওয়াশিং মেশিন’ বা মানুষ ধোয়ার যন্ত্র।
জাপানের অন্যতম পুরনো সংবাদমাধ্যম আসাহি সিমবুন অনুসারে, ওসাকা শহরভিত্তিক ‘সায়েন্স’ নামের ‘শাওয়ার হেড’ তৈরির এক কোম্পানি এ অদ্ভুত যন্ত্র তৈরি করেছে, যা দেখতে অনেকটা ফাইটার জেট-এর ‘ককপিট’-এর মতো। কোনো ব্যক্তি গোসল করার জন্য এর মাঝখানে বসলে, যন্ত্রটি পানি দিয়ে ভরে ওঠে।
পানির তাপমাত্রা ঠিক রাখতে যন্ত্রটি সেন্সরের মাধ্যমে ওই ব্যক্তির পালস বা নাড়ি এবং শরীরের অন্যান্য তথ্য মাপে। এ ছাড়া, ভেতরের মানুষটিকে আরও সতেজ অনুভূতি দিতে যন্ত্রের স্বচ্ছ কভারে বিভিন্ন ছবি ভেসে উঠবে বলেও প্রতিবেদনে লিখেছে পত্রিকাটি।
জাপানি ভাষায় এর নাম ‘মিরাই নিনজেন সেন্টাকুকি’ বা ‘ভবিষ্যতের মানুষ ধোয়ার যন্ত্র’। আর এটি কখনোই বাণিজ্যিকভাবে বিক্রি হবে না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
২০২৫ সালের এপ্রিলে ওসাকা শহরে হতে যাওয়া এক এক্সপোতে সাধারণ মানুষের জন্য দেখানো হবে এটি। সেখানে রিজার্ভেশন বুক করার পরে প্রতিদিন আট জন পর্যন্ত মানুষ, ১৫ মিনিটের এ ‘ধোয়া ও শুকানো’র প্রক্রিয়া উপভোগ করতে পারবেন।
পাশাপাশি, বাড়িতে ব্যবহারের সংস্করণ নিয়েও কাজ চলছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। কোম্পানির মতে এ যন্ত্রের লক্ষ্য হল, শরীরের পাশাপাশি ‘মনকেও ধুয়ে ফেলা’।