এর আগে ২০১৬ সালে ‘স্পেকটাকলস’ নামে ক্যামেরাবাহী একটি চশমা উন্মোচন করেছিল স্ন্যাপ। তবে বাজারে তেমন একটা সাড়া পায়নি পণ্যটি।
Published : 20 Aug 2022, 06:25 PM
ভবিষ্যতে উড়ুক্কু সেলফি ড্রোন ক্যামেরা ‘পিক্সি’র উৎপাদন বন্ধ করতে যাচ্ছে স্ন্যাপচ্যাটের মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ।
সাম্প্রতিক বছরগুলোতে হার্ডওয়্যার এবং অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তির দিকে ঝুঁকেছে সামাজিক মাধ্যমগুলো। স্ন্যাপ নিজস্ব অ্যাপের ফটো ফিল্টারের জন্য এআর প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে আসছে শুরু থেকেই। ‘পিক্সি’ প্রতিষ্ঠানটির হার্ডওয়্যারনির্ভর দ্বিতীয় পণ্য।
বৃহস্পতিবার এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বর্তমানে দুইশ ৩০ ডলার মূল্যের ‘পিক্সি’ ড্রোনের বিক্রি চালিয়ে যাবে কোম্পানিটি।
ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা-ভিত্তিক কোম্পানিটি পকেট-আকারের এই ক্যামেরা উন্মোচনের চার মাস পরই উৎপাদন বন্ধের খবরটি এলো। ব্যবহারকারীর কয়েক ফুট ওপর থেকে ছবি এবং ভিডিও নিতে পারে এটি।
এই বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্ন্যাপ।
এর আগে ২০১৬ সালে ‘স্পেকটাকলস’ নামে ক্যামেরাবাহী একটি চশমা উন্মোচন করেছিল স্ন্যাপ। তবে বাজারে তেমন একটা সাড়া পায়নি পণ্যটি। ‘স্পেকটাকলস’-এর পেছনে ২০১৭ সালে প্রায় চার কোটি ডলার আর্থিক ক্ষতি হয়েছিল কোম্পানিটির।
ক্রমশ বাড়তে থাকা খরচ ও অর্থনৈতিক মন্দার কারণে নিজেদের বিপণন খরচ কমাতে বাধ্য হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। যে কারণে ক্ষতির মুখে পড়ছে স্ন্যাপ, মেটা, টুইটার ও পিন্টারেস্টের মতো বিজ্ঞাপননির্ভর অনলাইন কোম্পানিগুলো।
জুলাই মাসে আর্থিকভাবে হতাশাজনক ফলাফলের খবর আসার পর বর্তমান অর্থনৈতিক অস্থিরতা ও ক্রমশ বাড়তে থাকা প্রতিযোগিতার কারণে আসন্ন ‘চ্যালেঞ্জিং পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করেছিল স্ন্যাপ।
রয়টার্সের প্রতিবেদনে বলছে, আইফোনের প্রাইভেসি পরিবর্তনের কারণে ভুগছে কোম্পানিটি। এ ছাড়া, নিজস্ব প্রচেষ্টার অংশ হিসেবে কোম্পানিতে নতুন নিয়োগ কমিয়ে আনা, নিজেদের বিজ্ঞাপন ব্যবসায় বিনিয়োগ এবং আয়ের নতুন উপায় খোঁজার কথা জানিয়েছে স্ন্যাপ।